Sunday, July 13, 2025

শাল্লায় পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৪০

Date:

Share post:

দিরাই উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে।

গতকাল শুক্রবার ইফতারের কিছুক্ষণ আগে উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়নের মীর্জাপুর গ্রামের মতিউর রহমানের (৬২) পক্ষের লোকজনের সাথে একই গ্রামের মাহতাবউদ্দিন( ৫২) লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন-মতিউর রহমান (৬২), শামসুল ইসলাম (৩০)রফিক (৩০) মাসুক মিয়া (২৮)জিতু রহমান (৩৭) হান্নান মিয়া (২৫), পলাশ মিয়া (৩০) সোয়েল মিয়া (৩০) এবাদুল মিয়া (৪০)সহ গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ & হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদেরকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে,শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মীর্জাপুর গ্রামের মতিউর রহমান তাঁর পক্ষের লোকজনের সাথে একই গ্রামের মাহতাবউদ্দিন মিয়া ও তাঁর লোকজনের দীর্ঘদিন ধরে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে একাধিক মামলা চলে আসছে।

এরই জের ধরে গত শুক্রবার মতিউর রহমান রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় মাহতাবউদ্দিনের লোকেরা বাঁধা দেয় এ নিয়ে তাদের উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। এ বিষয়টি জানতে পেরে মাহাতাবউদ্দিনে লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাড়ি থেকে বাঁধের উদ্দেশ্যে আসতে থাকেন। এসময় স্থানীয়রা উভয় পক্ষকেই থামিয়ে দেন। পরে এরই জের ধরে ইফতারের পূর্বে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে পূনরায় সংঘর্ষ বাঁধে। প্রায় ঘন্টা ব্যাপি সময় চলা এ সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্র, ট্যাঁঠা, রামদা, বল্লম, কাতরা ও লাঠিসোটার আঘাতে কমপক্ষে ৮জন গুরুতরসহ প্রায় ৪০আহত হন।

শাল্লা থানার ওসি মো, মিজানুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের দুই পক্ষের লোকজনই আহত হয়েছে। তবে থানায় এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্র’তিবাদে বি’ক্ষোভ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও গণপিটুনিসহ নানা অপরাধের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২...

খাগড়াছড়ি,গুইমারা উপজেলা মারমা ঐক্য পরিষদ অফিস উদ্বোধন করেন

খাগড়াছড়ি, প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা গুইমারা উপজেলায় মারমা সম্প্রদায়ে বিশ্বস্ত সংগঠন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনে অফিস...

নড়াইলে আইডিইবি’র নবনির্বাচিত কমিটির সভাপতি মামুন সম্পাদক সালাম

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। ১২...

সাধারণ মানুষের ও মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আজ লালবাজার অভিযান প্রদেশ কংগ্রেসের

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ বৈকালে ভারতের জাতীয় কংগ্রেস এর পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর সভাপতি শ্রী...