Thursday, August 7, 2025

শ্রীনগর ষোলঘরে ভূমিহীনের বন্দোবস্তকৃত জমি দখলের পায়ঁতারা অসহায় পরিবারের থানায় অভিযোগ 

Date:

Share post:

শরিফুল খান প্লাবন,মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জর শ্রীনগর উপজেলায় ষোলঘর ইউনিয়নে পাকিরাপাড়া গ্রামে ভূমিদস্যু কর্তৃক ভূমিহীন রাহিমা বেগম নামের এক অসহায় গরিবের বন্দোবস্তকৃত সরকারি জমি দখলের পায়ঁতারার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সরকার কর্তৃক মুন্সিগঞ্জ জেলা ডিসি-২৩/২১-২২ নং এসি-০২/২১-২২নং বন্দোবস্ত কেসের মাধ্যমে শ্রীনগর সাবরেজিষ্ট্রি অফিসের ০৩/০৯/২৩ তারিখের ৯৪৪৪৪/২৩ নং রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে ৯৯ বছরের জন্য ৫শতক জমি কবুলিয়াত দলিল মূলে স্থায়ী বন্দোবস্ত পায় রাহিমা বেগম।

বন্দোবস্ত পাওয়ার পর থেকেই জমিটি একই গ্রামের কিছু প্রভাবশালী লোকের নজরে পড়ে।তারা অসহায় রাহিমা বেগমকে নানান ভাবে হয়রানি করে আসতেছিল।

গত ৮ফেব্রুয়ারি রাত ৭টার সময় রাহিমা বেগমের ভাড়া বাসায় গিয়ে বিবাদীগন অকথ্য ভাষায় গালাগালি করে।গালাগালির জবাব দিতে গেলে কিল ঘুষি ও লাথি মেরে এক পর্যায়ে মাটিতে ফেলে দিয়ে হত্যার হুমকি দেয়।একসময় তার ডাক চিৎকারে পাশের বাড়ির লোকজন এসে রাহিমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ব্যাপারে এলাকার প্রভাবশালী ১/সুরুজ (৪৮),২/মিয়া চান(৫৫),৩/মিরাজ উভয় পিতা রশিদ বেপারী,৪/রাকিব (২৫)পিতা সুরুজ সর্বসাং পাকিরাপাড়া অজ্ঞাত আরো কয়েকজন ভূমিদস্যুদের বিরুদ্ধে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বাদী রাহিমা বেগম বলেন,আমি স্বামীহারা একজন অসহায় মানুষ বিবাদীরা গায়ের জোরে অনেকদিন ধরেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বন্দোবস্তকৃত জমি দখল করার চেষ্টা চালাচ্ছে। উল্লেখিত ব্যক্তিরা আমার পরিবারকে ওই বন্দোবস্তের জমি থেকে বিতাড়িত করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্তসহ আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে।

এ ব্যাপারে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাফফাত আরা সাঈদ বলেন,রাহিমা বেগমকে আমাদের অফিসে একটি আবেদন করতে বলেছি,তারপর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শ্রীনগর থানার এসআই ওবায়দুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

জুলাই গ’ণঅ’ভ্যুত্থানের শ’হীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে বলেছেন  বিএনপি সভাপতি  রুমানা মাহমুদ

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ  প্রতিনিধি:  সিরাজগঞ্জ -২ ( সিরাজগঞ্জ সদর আংশিক ও কামারখন্দ উপজেলা)  আসনের সাবেক নির্বাচিত জাতীয়...

২য় বার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ বাবলুর রহমান খান

মণিরামপুর প্রতিনিধিঃ বৃহত্তর যশোর জেলার অন্তগত থানা সমূহের কর্রমরত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (অফিসার্স ইনচার্জ) মধ্য ২য় বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ...

দক্ষিণ বঙ্গ আন্তর্জাতিক সাহিত্য পরিষদ- এর নতুন  কমিটি গঠন: সভাপতি বাবুল আকতার সম্পাদক ফারুক 

নিজস্ব প্রতিবেদক:  দক্ষিণ বঙ্গ আন্তর্জাতিক সাহিত্য পরিষদ-এর ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট ২০২৫) মোহাম্মদ বাবুল...

সিরাজগঞ্জে বাঁশের বেড়া দিয়ে রাস্তা ব’ন্ধ অ’বরুদ্ধ একটি পরিবার

মোঃ লুৎফর রহমান লিটন  (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  সিরাজগঞ্জে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ, অবরুদ্ধ একটি পরিবার।  সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের...