Monday, August 25, 2025

মণিরামপুরে আবু সাঈদ কে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ থানায়

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ

যশোর মণিরামপুরে পূর্ব শত্রুতার সূত্রপাতে মারপিটের স্বীকার আবু সাঈদ।আবু সাঈদ গণমাধ্যম কে জানায় গত ৮ই ফেব্রুয়ারী আমাকে নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে মারপিট করে,এবং আমি নৌকার ভোট করায় বিভিন্ন ভাবে গালিগালাজ করে।বিভিন্ন ভাবে আমাকে ফাঁসিয়ে জেল,জরিমানা করা হবে এই পাঁচ বছর,পুলিশ সহ এমপি তাদের পকেটে কারন তারা ঈগল প্রতিকের নির্বাচন করেছেন,এমন ভাবে হুমকি দেন আসামীরা।

এবিষয়ে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি,আমি মোঃ আবু সাইদ হোসেন (২৭), পিতা- মোঃ আলমঙ্গীর হোসেন, সাং- জয়নগর, থানা-মনিরামপুর, জেলা-যশোর থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ জসিম হোসেন (৪০), পিতা- মৃত ওমর আলী, ২। মোঃ মিলন হোসেন (৪৫), পিতা- মৃত নজরুল ইসলাম, ৩। মোঃ আরশাদ আলী (৫৫), পিতা- সৈয়দ আলী, উভয় সাং-খর্দগাংড়া, থানা- মণিরামপুর, জেলা-যশোরসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে এইমর্মে লিখিতভাবে অভিযোগ দায়ের করিতেছি যে, আমার মণিরামপুর থানাধীণ খর্দশাংড়ার মোড়ে চাউলের আড়ৎ রহিয়াছে।

উল্লেখিত বিবাদীরা আমার পূর্ব পরিচিত। পূর্ব পরিকল্পিত ভাবে ইং ০৮/০২/২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকার সময় বিবাদীরা আমার চাউলের আড়ৎ থেকে আমাকেসহ ইমনকে ডেকে আনিয়া আমাকে সকল বিবাদীরা এলোপাতাড়ি ভাবে কিল, ঘুষি মারে এবং দেশীও অস্ত্র দেখিয়ে আমার কাছে থাকা নগদ ১,০২১০০/- (এক লক্ষ দুই হাজার একশত) টাকা ছিনিয়ে নেয় এবং আমি নৌকার নির্বাচন করাই বিবাদীরা এই টাকা আমার কাছ থেকে চাঁদা হিসাবে নিয়েছে বলে জানায়। এ বিষয়ে কোন প্রকার আইনি পদক্ষেপ নিলে বিবাদীরা আমাকে জীবন নাশের হুমকি প্রদান করে।

উক্ত ঘটনার বিষয়ে সাক্ষী ১। মোঃ ইমন হোসেন (২০), পিতা- মোঃ রোস্তম আলী, ২। মোঃ ইসমাইল হোসেন (৩৫), পিতা- মৃত আব্দুর রহমান, উভয় সাং- জয়নগর, থানা- মণিরামপুর, জেলা-যশোরসহ আরও অনেকেই ঠেকাইতে আগাইয়া আসিলে বিবাদীরা আমাকে খুন জখমের হুমকি সহ বিভিন্ন ভয়ভীতি প্রদান করে চলে যায়। বিষয়টি আমার নিকট আত্মীয় স্বজদের সাথে আলাপ আলোচনা করিয়া থানায় এসে অভিযোগ দায়ের করেছি।

এবিষয়ে যশোর (০৫) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এসএম ইয়াকুব আলী মুঠো ফোনে গণমাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে জানায়,আমাকে মণিরামপুরের সকল ভোটারা ভোট দিয়েছে বলেই আমি সংসদ সদস্য হয়েছি।

আমি কোনো সংঘাত চাই না,আমি চাই শান্তি পূর্ণ একটি উপজেলা,যেখানে সবাই এক সাথে একটি পরিবারের মতো বসবাস করবো।যাহারা এ ধরনের সন্ত্রাসী হামলা, মারপিট, চাঁদাবাজি করবে তাদের কোনো স্থান নাই আমার কাছে।

তারা অপরাধ করলে প্রশাসন তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনুক আমি সেটাই চাই।আমি সকল কে নিয়ে শান্তি পূর্ণ মণিরামপুর উপজেলা গড়তে চাই।এবিষয়ে মণিরামপুর থানা ইনচার্জ এ বি এম মেহেদী মাসুদ জানায়, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সিরাজগঞ্জ শাহজাদপুরে সাব্বির হ’ত্যা মা”মলায় ৭ জনের যা”বজ্জী’বন ১৫ জনকে কা”রাদ’ন্ড

মোঃ লুৎফর রহমান লিটনসিরাজগঞ্জ  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতায় সাব্বির হোসেন হত্যা মামলায় একই পরিবারের ৭ জনের...

সিরাজগঞ্জ উল্লাপাড়ায়  মূ”ল্যবান ক”ষ্টি পা”থরের মূ’র্তিসহ দুই জন  গ্রে”প্তার

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২...

নড়াইলে লোহাগড়া উপজেলায় খা’ল থেকে ম”রাদে’হ উ”দ্ধার

 সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি: নড়াইলে লোহাগড়া উপজেলার কাম থানা এলাকার খাল থেকে (২৪) বছরের এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার...

মণিরামপুরে দুই পরিবারের মা’রা’মারি’তে আ’হত ৬ থা’নায় অ’ভিযো’গ

মণিরামপুর প্রতিনিধি: যশোর মণিরামপুরে প্রাচীরের পাশে ভ্যান রাখতে নিষেধ করায়, বাড়ির মালিকের উপরে হামলায় নারী সহ আহত হয়েছেন একই...