Monday, September 15, 2025

সভাপতির বিরুদ্ধে অভিযোগ এনে প্রধান শিক্ষক নিয়োগ স্থগিতের আবেদন 

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার অভয়নগর-মনিরামপুর উপজেলার সীমান্তবর্তী অভয়নগর উপজেলার মশিয়াহাটীতে ১৯১৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মশিয়াহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্কুল কমিটির সভাপতি ড. প্রদীপ দের বিরুদ্ধে স্বার্থ হাসিলের জন্য তড়িঘড়ি ঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগ এনে এলাকাবাসী নিয়োগ স্থগিতের জন্য অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারসহ জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। গত ২০ নভেম্বর (রবিবার) এলাকাবাসী সরকারি দপ্তরে এ লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে এলাকাবাসী জানান, শতবছরের ঐতিহ্যবাহী মশিয়াহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. প্রদীপ দে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য তড়িঘড়ি করে কমিটির অন্য সদস্যদের সাথে আলোচনা না করে রমেশ চন্দ্র বিশ্বাসের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে নিয়োগের জন্য চেষ্টা করছেন।ইতিপূর্বে এই সভাপতি চতুর্থ শ্রেণির ৩ টি নিয়োগে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন এবং স্কুলের নতুন বিল্ডিং তৈরির সময় অনিয়ম করে বিল্ডিংয়ের সামনে মাটি পর্যন্ত ভরাট করাননি যা সরেজমিনে তদন্ত করলে প্রমাণ পাওয়া যাবে। এছাড়াও তিনি অভয়নগর উপজেলার আন্ধা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসাবে চতুর্থ শ্রেণির নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও দূর্ণীতির করায় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন যা বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তোলেএলাকাবাসীর দাবি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ যখন নির্বাচনমূখী তখন তড়িঘড়ি করে মশিয়াহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় গেলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আর তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকাবাসী আপাততঃ নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার অনুরোধ করেন এবং বহুল প্রচারিত দৈনিকে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় যাওয়ার জোর দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মনিরামপুর ভূমি অফিসে দু”র্নীতির স্বর্গরাজ্য – নৈশ প্রহরীও ‘স্যার’

মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুর ভূমি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে—এমন অভিযোগ উঠেছে এলাকাবাসীর মধ্যে। অফিসের নৈশ প্রহরী আসাদও সেখানে...

নড়াইলে তরুণ উদ্যোক্তা প্রযুক্তির আলো তুলে দিতে চান তরুণ প্রজন্মের কাছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ আমাকে সৃষ্টিকর্তা যে সামান্য জ্ঞান ও দক্ষতা দিয়েছেন,তা আমি সাথে নিয়ে যেতে পারব না। কিন্তু রেখে...

নড়াইলে উৎসব মুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি : নড়াইলে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় যুব ও...

‎মণিরামপুরে ইউপি সদস্য সহ তিন ভাইয়ের বি’রুদ্ধে গৃহবধূকে নি”র্যাত’নের অ”ভিযো’গ নী’রব প্র”শাসন!

নেপথ্যে মাদক ও ক্যাসিনোঃ ‎এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ যশোরের মণিরামপুরে দীর্ঘ ১০ বছর যাবত মধ্যযুগীয় কায়দায় টুম্পা বেগম (২৫) নামের এক...