Tuesday, October 14, 2025

ধর্মীয় উগ্রবাদ বা জঙ্গিবাদ উত্তরাঞ্চলে বেশী,অতিরিক্ত আইজি

Date:

Share post:

স্টাফ রিপোর্টার, রংপুরঃ

এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি রুহুল আমীন বলেছেন, ধর্মীয় উগ্রবাদ বা জঙ্গিবাদ উত্তরাঞ্চলে বেশী, রংপুর বিভাগ অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকার কারণে জঙ্গিরা এখানে বেশি সুযোগ নিয়েছে। শুধু এখানেই না সারা বাংলাদেশে তাদের অবস্থান আছে। ঢাকার প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতেও তাদের অবস্থান রয়েছে। তবে তুলনামূলক ভাবে উত্তরাঞ্চলে বেশী। গত শনিবার রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এন্টি টেররিজম ইউনিট বাংলাদেশ পুলিশের উদ্যোগে উগ্রবাদ, জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনারের আলোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত আইজি আরও বলেন, রংপুর বিভাগে যত জঙ্গি ধরা হয়েছে, তা পার্সেন্টেজ আকারে একটু বেশি, তার মানে এই নয় শুধু রংপুরে আাছে। সারা দেশেই রয়েছে। রংপুরে জঙ্গিদের তৎপরতা বেশি থাকার কারণে আমরা আজকের সেমিনারটি এখানে নিয়েছি।

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য সবদিকেই রয়েছে শুধু এখানে নয়। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ভার্স্যূয়াল যুগে আমরা মনিটরিং করছি সাইবার পেট্রোলিং এর মাধ্যমে। আমরা জনসাধারণের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই, কারণ তারা সহযোগিতা না করলে জঙ্গি দমন সম্ভব নয়। জনসাধারণকে সচেতন করার জন্য এই আজকের প্রোগ্রাম। রুহুল আমীন বলেন, বাংলাদেশের প্রতিটা জেলায় একটা করে এন্টি টেররিজম ইউনিট করা হয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সাথে জঙ্গিবাদের খুব বেশি সম্পর্ক নাই তারপরও নির্বাচন নিয়ে অস্থিরতা, মতবিরোধ আছে তাই জঙ্গিরা একটা সুযোগ নিতেই পারে সেক্ষেত্রে আমরা এন্টি টেররিজম, পুলিশ, র‌্যাবসহ সকল বাহিনী প্রস্তুত আছি। এ সময় রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন (বিপিএম, পিপিএম) এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান (বিপিএম-বার, পিপিএম-বার)।

এ ছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিন ড. তুহিন ওয়াদুদ, জাফরপাড়া মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ আলী প্রমূখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর পিটিসির কমান্ডেন্ট ডিআইজি বাসুদেব বণিক, এডিশনাল ডিআইজি সুলতানা নাজমা হোসন। আলোচনা শেষে উগ্রবাদ, জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশে উর্ধতণ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

‎মণিরামপুর প্রতিনিধিঃ সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দূর্যোগ! এ প্রতিপাদ্যকে বাস্তবায়নে সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস...

আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর এর আমতলায় জেলা...

রৌমারীতে ক্লাস চলাকালিন সময়ে শিক্ষার্থীদের নিয়ে মানব’বন্ধন

লিটন সরকার রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি : রৌমারী উপজেলার বাইটকামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস চলাকালিন সময়ে মানববন্ধন করানোর...

বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার বারুইপাড়া এলাকায় “বারুইপাড়া সোনালী উন্নয়ন সংঘ”-এর উদ্যোগে “বৃক্ষ বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার...