
হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার আড়পাড়া গ্রামের দরগাপাড়া এলাকায় মাহাবুবের চায়ের দোকানের পেছনে কাদের হোসেনের রেন্টি গাছের বাগানের মধ্যে থেকে ৭ অক্টোবর রাতে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশ। ওই সময় মাদক কারবারি দুজনকে তল্লাশি করে হালকা কমলা রঙের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পায় পুলিশ।আটককৃত দুই মাদক কারবারি হলো কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা মৃত ইসাহাক দফাদারের ছেলে জাহিদুল ইসলাম ও একই গ্রামের দরগা পরার মৃত গৌর অধিকারীর ছেলে সুকুমার অধিকারী। এই দুই মাদক কারবারি নামে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণীর(১০) ক/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। কালিগঞ্জ থানার এই মাদক মামলার নং হলো -০৪কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, দুইজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। ইতিপূর্বে তাদেরকে মাদকসহ গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে।