Monday, September 15, 2025

গোয়েন্দা পুলিশের অভিযানে ভেজাল মধুসহ ০২ জন গ্রেফতার

Date:

Share post:

স্টাফ রিপোর্টার:

খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম আড়ংঘাটা থানাধীন সিটি বাইপাস সড়কের আকমানের মোড়স্থ এলাকায় একটি কারখানায় নকল ও কথিত মধু (ভেজাল মধু) উৎপাদিত হচ্ছে মর্মে সংবাদের প্রেক্ষিতে আড়ংঘাটা থানাধীন সিটি বাইপাস সড়কের আকমানের মোড়স্থ বাইতুশ শরিফ জামে মসজিদের পূর্ব পাশে জনৈক অপু সাহেবের টিনসেড বাড়িতে অভিযান পরিচালনা করে মোঃ আশরাফুল ইসলাম রিপন(৩৪), পিতা-আব্দুর রশিদ চিনি রশিদ, মাতা-ফিরোজা বেগম, সাং-মাথুরাপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা এ/পি সাং-তানিসা আবাসিক এলাকা লাইন, বিল পাবলা, থানা-আড়ংঘাটা, মহানগর খুলনা এবং শেখ শাহরিয়ার মাসুদ (৩৮), পিতা-শেখ মুজিবর রহমান, মাতা-শাহানারা বেগম, সাং-বাদঘাটা, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-তানিসা আবাসিক এলাকা লাইন, বিল পাবলা, থানা-আড়ংঘাটা, মহানগর খুলনাদ্বয়কে কথিত মধু (ভেজাল মধু) এবং কথিত মধু (ভেজাল মধু) তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে। যে সকল সামগ্রী জব্দ করা হয় তা নিম্নরূপ ১০৫ (একশত পাঁচ) কেজি (কথিত ভেজাল মধু) ০১ টি হলুদ রংয়ের প্লাস্টিকের তৈরি ড্রামে রক্ষিত চিনি সিরা, ওজন ১০ (দশ) কেজি; ৩) Fresh, ০২ লিটারের পানির বোতলে রক্ষিত জালানো মধু, যাহা রং হিসেবে মধু তৈরিতে ব্যবহৃত হয়, ওজন ০২ কেজি; ৪) সাদা প্লাস্টিকের কৌটায় রক্ষিত ফিটকিরি চূর্ণ, ওজন ২০০ গ্রাম; ৫) ০১টি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত চিনি, ওজন ১২ কেজি; ৬) ০১ টি প্লাস্টিকের পানির জার যাহার গায়ে রং দিয়ে MD লেখা; ৭) ০১ টি নীল রংয়ের প্লাস্টিকের অর্ধেক ড্রাম, যা মধু রাখার কাজে ব্যবহৃত হয়; ৮) ০১ টি এক বার্নার বিশিষ্ট গ্যাসের চুলা, যার গায়ে omera লেখা; ৯) ০১ টি BEXIMCO ব্রান্ডের গ্যাস সিলিন্ডার; ১০) ০১ টি MEGHNA ডিজিটাল পরিমাপক যন্ত্র; ১১) প্লাস্টিকের তৈরি নীল কর্কযুক্ত সাদা রংয়ের বোতল ১৪ (চৌদ্দ) টি; ১২) কাঁচের তৈরি বোয়েম ১২ টি; ১৩) সাদা রংয়ের প্লাস্টিকের তৈরি ছোট কৌটা ২৪ (চব্বিশ) টি; ১৪) সাদা কর্কযুক্ত প্লাস্টিকের ছোট বোতল ৩৬ টি; ১৫) সবুজ রংয়ের প্লাস্টিকের তৈরি কর্ক (মধু ঢালার পাত্র) ০১ (এক) টি এবং ১৬) কালো জিরা ফুলের মধু লেখা স্টিকার ০৫ (পাঁচ) টি।

উল্লেখ্য, অভিযানকালে জানা যায় উক্ত প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী এই ভেজাল মধু তৈরির জন্য তারা প্রথমে চিনি, ফিটকিরি, কেমিক্যাল গ্লূকোজ ও অন্যান্য সরঞ্জাম চুলায় ফুটিয়ে নেয়। তারপর উক্ত মিশ্রন ঠান্ডা হলে তাতে সামান্য পরিমান মধু মেশানো হয় মধুর ফ্লেভার আনার জন্য এরপর উক্ত মিশ্রন বোতলজাত করে তার গায়ে ‘অর্গানিক বিডি’র’ লেবেল লাগিয়ে বাজারজাত করা হয়। এভাবেই তৈরি হয়ে যায় সুন্দরবনের খাঁটি মধু। সে প্রেক্ষিতে উক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ১) মোঃ আশরাফুল ইসলাম রিপন(৩৪) এর বিরুদ্ধে ০২ টি মামলা এবং ০২) শেখ শাহরিয়ার মাসু (৩৮) এর বিরুদ্ধে ০১ টি মামলা রয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

জামায়াত এনসিপি হচ্ছে আওয়ামী লীগের বি ও সি টিম আমজাদ হোসেন মামুন

 নুর-বীন আব্দুর রহমান রাহাত,  ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আমজাদ হোসেন মামুন বলেছেন, জামায়াত ও এনসিপি আসলে...

আজ মগরাহাট পশ্চিমের উস্তি কে সি এম উচ্চ বিদ্যালয়ে মহিলা তৃনমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তি কে সি পি উচ্চ বিদ্যালয়ে একটি...

মনিরামপুর ভূমি অফিসে দু”র্নীতির স্বর্গরাজ্য – নৈশ প্রহরীও ‘স্যার’

মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুর ভূমি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে—এমন অভিযোগ উঠেছে এলাকাবাসীর মধ্যে। অফিসের নৈশ প্রহরী আসাদও সেখানে...

নড়াইলে তরুণ উদ্যোক্তা প্রযুক্তির আলো তুলে দিতে চান তরুণ প্রজন্মের কাছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ আমাকে সৃষ্টিকর্তা যে সামান্য জ্ঞান ও দক্ষতা দিয়েছেন,তা আমি সাথে নিয়ে যেতে পারব না। কিন্তু রেখে...