Friday, August 1, 2025

ঠাকুরগাঁওয়ে ওরাঁও আদিবাসী খুন আটক ৩

Date:

Share post:

মোঃ রাজু,রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ 

ঠাকুরগাঁও শহরের পরিষদপাড়ায় ইষ্টিফান তিরকী (৫০) নামের ওরাঁও সম্প্রদায়ের এক আদিবাসী দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন । শুক্রবার দিবাগত রাত ১০ টা ৩০ মিনিটে পরিষদ পাড়ায় এ ঘটনা ঘটে। দুই সন্তানের জনক নিহত ইষ্টিফান তিরকী কলেজ পাড়া এলাকার মৃত দানিয়েল তিরকীর ছেলে । স্টিফান পেশায় সেচ পাম্পসহ বিভিন্ন যন্ত্রাংশ মেরামতকারী ( টেকনিশিয়ান) ছিলেন। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, পরিষদপাড়া এলাকার মৃত শিলিউস টপ্পর ছেলে জুলিয়ান টপ্প(৪২), জসেন্ড তিরকীর ছেলে প্রদিপ তিরকী (১৯), মৃত বন্ধন তীগ্যার ছেলে মনোরঞ্জন তীগ্যা(৩৭)।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে , ইষ্টিফান রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে জেলা পরিষদ পাড়ায় যায়। সেখানে রাত ১০ টা ৩০ মিনিটে রবি ড্রাইভারের বাড়ির সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে হামলা চালায় তার ওপর এবং সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় বিদ্যুত না থাকায় পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। হৈচৈ চেচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে ইষ্টিফানকে মাটির উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তা দেখে ওই এলাকার মনোরঞ্জন তিগ্যা নামে এক প্রতিবেশী ইষ্টিফান তিরকীকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্টিফেনের স্ত্রী ভেরনিকা খালকো জানান, প্রতিবেশী এক হিন্দু ব্যাক্তির কাছ থেকে দখলি জমি উদ্ধার করতে জুলিয়ান ও গ্যাব্রিয়েল ওরফে গাবের কাছে সহায়তা নেন স্টিফেনের পিতা। এ ঘটনায় স্টিফেনের পিতা দানিয়েল সহ জুলিয়ান ও গাবেও মামলার আসামি হয়। এই মামলা ৭ বছর চলমান থাকার পরে নিষ্পত্তি হয়। পরে পিতা দানিয়েল মারা গেলে মামলার আসামি হবার সুবাদে মাঝে মাঝেই স্টিফেনের কাছে অর্থ দাবি করতো জুলিয়ান ও গাবে। সহযোগীতা করতে গিয়ে ৭ বছর মামলায় ঝুলতে হয়েছে বলে তাদের এই অর্থ দাবি। অর্থ না দেয়ায় অনেকবার স্টিফেনকে তারা মারধোরও করেছে তারা।

তিনি বলেন, আমার স্বামী মদ খেতে গেলে জুলিয়ান ও গাবে পথ রোধ করে। টাকা না পেয়ে তারাই আমার স্বামীকে খুন করেছে। আমি তাদের বিচার দাবি করছি।দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে বুকে গভীরভাবে ক্ষত হয়েছে, এতে প্রচন্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয় জানিয়ে হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. আব্দুস সালাম বলেন, হাসপাতালে আসার আগেই ইষ্টিফান মারা যান।

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি য্যাকোব খালকো জানান, ঘটনার কয়েক মিনিট আগে তার সঙ্গে কথা হয় । এরপর কিছুক্ষণ পড়ে শুনতে পাই ইষ্টিফান খুন হয়েছে। আমি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে ৩ জনকে আটক করা হয়েছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রাজগঞ্জে সংঘর্ষে মণিরামপুর থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা

মোঃ আল ইমরান,  রাজগঞ্জ অফিস, : পূর্ববিরোধের জেরে উত্তপ্ত হয়ে ওঠে যশোরের মণিরামপুরের রত্নেশ্বরপুর গ্রাম। যেকোনো মুহূর্তে বড় ধরনের...

রাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিকসহ ৫ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা

মোঃ আল ইমরান, নিজস্ব প্রতিবেদক, রাজগঞ্জ (অফিস ) : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অননুমোদিতভাবে ক্লিনিক...

বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন চেয়ারম্যান য় এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজয়ানন্দ থের

খাগড়াছড়ি, প্রতিনিধি: বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হরিণা অমৃতধাম বিহারের অধ্যক্ষ ও...

কুয়াদা অঞ্চলে শ্রাবণের বৃষ্টিতে ব্যস্ত সময় পার করছেন রোপা আমন ধানে কৃষকেরা

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার কুয়াদা অঞ্চলে আষাঢ়-শ্রাবণের সময়মতো বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে কৃষকের মাঠ। চলতি...