সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি :
নড়াইলে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে এবং জেলা ক্রীড়া অফিস নড়াইলের আয়োজনে সদর উপজেলার পৌর পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় আয়োজিত প্রতিযোগিতায় সদর উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন ক্লাবের প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য হেমায়েতুল হক হিমু, হামিদুল হক তনু, মোতাসসিন বিল্লাহসহ ক্রীড়া সংস্থার সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকরা।
প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীরা জানান, এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে তারা আনন্দিত এবং ভবিষ্যতেও নিয়মিত প্রতিযোগিতায় অংশ নিতে চান।
প্রধান অতিথি জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব লিংকন বিশ্বাস বলেন, “সাঁতার আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাতেও সাঁতারের দক্ষতা কাজে লাগে। পাশাপাশি এটি একটি চমৎকার খেলা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।