Tuesday, October 14, 2025

প্রবাসী আল-আমিনের কাছ থেকে হাতিয়ে নিলো দুই লক্ষ টাকা 

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদক: 

যশোরের মণিরামপুর উপজেলার সদর ইউনিয়নের হাকোবা গ্রামের নজরুল ইসলামিক স্ত্রী শিউলি কাজী প্রতারনার মাধ্যমে আল আমিন হোসেনের নিকট থেকে দুইলক্ষাধীক টাকা আত্মসাৎ করার পায়তার করচে বলে জানান ভুক্তভোগী আল আমিন হোসেন। এবিষয়ে আল আমিনের দোলাভাই বাবু হোসেন বাদী হয়ে মণিরামপুর থানায় লিখত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, আল আমিন হোসেন দেশে থাকা কালিন নজরুল ইসলামের স্ত্রী শিউলি কাজীর সাথে নিজ এলাকায় হাকোবা মোড়ে প্রায় দেখা সাক্ষাৎ হতো।এবং দুই জনের মধ্যে আলাপচারিতায় ভালো সম্পর্ক তৈরী হয়।একপর্যায়ে শিউলি কাজী বিভিন্ন ভাবে আল আমিনের সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে এবং আল আমিন হোসেন তার ছলনার মায়ায় পড়ে যায়।ঘটনাটি আল আমিনের পরিবার জানতে পেরে আল আমিন সৌদি আরব পাঠিয়ে দেয়।সৌদি আরব যাওয়ার পরও আল আমিনের পিছু ছাড়তে নারাজ শিউলি কাজী। লোক মারফতে আল আমিনের নাম্বার ম্যানেজ করে আবারও যোগাযোগ করে এবং আল আমিন কে সুকৌশলে ম্যানেজ করে সক্ষতা গড়ে তোলে।দুইজনের মধ্যে কথা চলার মধ্য শিউলি কাজী পারিবারিক সমস্যার জন্য জমি বিক্রয়ের জানান আল আমিন কে।এবং জমিটি কম দামে আল আমিন কে নেওয়ার জন্য প্রলোভন দেখায়।আল আমিন প্রলোবনে পড়ে বিভিন্ন বাংকের ও বিকাশের মাধ্যমে দুলক্ষাধিক টাকা প্রদান করেন।উক্ত টাকা নেওয়ার পর থেকে শিউলি কাজী ও তার স্বামী নজরুল ইসলাম জমিটি অন্য জায়গায় বিক্রি করার ষড়যন্ত্র চালিয়ে আসছে। বিষয়টি আল আমিন ও তার পরিবার জানতে পারলে শিউলি কাজী ও নজরুলের সাথে যোগাযোগ করলে টাকা নেওয়ার বিষয় অস্বীকার করে।উপায়ন্তর না পেয়ে আল আমিন বিভিন্ন ব্যাংক স্টেটমেন্ট কপি বাংলাদেশে প্রেরন করে দোলাভাই বাবু হোসনের নিকট। বাবু হোসেন শ্যালকআল আমিনের পক্ষে মণিরামপুর থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষ বিচার প্রার্থনার জন্য।

উক্ত ঘটনার বিষয় স্থানীয় প্রতিবেশী হৃদয়ের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জমি বিক্রিয়ের জন্য আল আমিনের নিকট থেকে টাকা নেন এটা আমি সহ এলাকার বহু লোক জানে।সম্প্রতি জানতে পারি জমিটা এখন তারা অন্য জায়গায় বিক্রি করেছে এবং আল আমিনের টাকা ফেরত দিবে না বলে পায়তারা করছে। অভিযোগের বিষয় আল আমিনের সঙ্গে কথা হলে আল আমিন জানান,আমি প্রবাসে থাকায় আমার দোলাভাই বাবু হোসেনের মাধ্যমে মণিরামপুর থানায় অভিযোগ দায়ের করিয়েছি।আমি শান্তিপূর্ন সমাধানের আশা করি।

অভিযোগ দায়ের বিষয় বাবু হোসেন বলেন, আমি তার দোলা ভাই আমার শ্যালকের জমি ক্রয়ের বিষয়টা নিয়ে ঝামেলা হওয়ায় আমি অভিযোগ দায়ের করেছি।আমার নিকট জমি ক্রয়ের জন্য টাকা দেওয়ার সকল তথ্য প্রমান রয়েছে। আমরা চাই আমাদের অর্থ আদায় সহ প্রতারকদের কঠিন বিচার।এবিষয়ে অভিযোগের আয়ু এসআই কামরুজ্জামান জানায় আমি অভিযোগ পাওয়ার পর শিউলি খাতুন কে ডেকে পাঠায় তিনি থানায় এসে এক মাস সময় চেয়েছেন। এক মাস পর বাদীর টাকা ফেরত দিবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

‎মণিরামপুর প্রতিনিধিঃ সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দূর্যোগ! এ প্রতিপাদ্যকে বাস্তবায়নে সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস...

আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর এর আমতলায় জেলা...

রৌমারীতে ক্লাস চলাকালিন সময়ে শিক্ষার্থীদের নিয়ে মানব’বন্ধন

লিটন সরকার রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি : রৌমারী উপজেলার বাইটকামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস চলাকালিন সময়ে মানববন্ধন করানোর...

বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার বারুইপাড়া এলাকায় “বারুইপাড়া সোনালী উন্নয়ন সংঘ”-এর উদ্যোগে “বৃক্ষ বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার...