
মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধি:
মাগুরা শ্রীপুর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে জানা যায় এক দুই টাকার কয়েন কেহ গ্রহণ করে না এটি এখন মানুষের কাছে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। মাগুরা জেলায় এই মুদ্রাটি নিয়ে লেনদেন করতে গেলে কেহ গ্রহণ করেনা বরং বাগ বিতণ্ডের খবর পাওয়া যায় ,মনে হয় এটি নিষিদ্ধ-খোঁজ নিয়ে জানা যায় দেশের অধিকাংশ জেলা গুলোতেই এই মুদ্রা গুলি সচল রয়েছে। এবিষয়ে ব্যবসায়ীরা জানান ,ব্যাংক কর্তৃপক্ষ এ টাকা গ্রহণ করতে চায়না -কেন গ্রহণ করতে চায়না-শ্রীপুর সোনালী ব্যাংক ম্যানেজার মুঠোফোনে জানান,অবশ্যই গ্রহণ করা হয়,এরকম কথা কেহ বলে থাকলে এটা তার সঠিক নয় বলে তিনি জানান।এক দুই টাকার কয়েন মাগুরা জেলায় কেন বন্ধ এর সদুত্তর কারোর কাছে নেই ।
উপজেলার সাচিলাপুর বাজারের বিভিন্ন দোকান ঘুরে জানা যায় এ মুদ্রা অনেকের কাছে ২০ কেজি ৩০ কেজি বা তার অধিক পরে রয়েছে অনুরুপ এজেলার প্রাই দুকানে রয়েছে এ মুদ্রা গুলো তারা বিষফোঁড়া বলে মনে করেন। মাগুরা ডিসি মহোদয় বা দায়িত্ব রত কর্তৃপক্ষের প্রতি এই টাকা গুলো সচ্ছল অথবা সঠিক পন্থায় পরিচালনা করার জন্য জোরালো ভাবে পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন মাগুরা জেলার সকল ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ ।