Thursday, July 31, 2025

কালিহাতীতে সবুজ পৃথিবীর উদ্যোগে উপজেলা কমিটির বিশ্ব পরিবেশ দিবস পালিত

Date:

Share post:

মোঃ বুলবুল হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবারের স্লোগান সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ।এ বছরের প্রতিপাদ্য: প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে।

বিশ্ব পরিবেশ দিবস (বিপদি) হলো পরিবেশ রক্ষার জন্য সচেতনতা এবং পদক্ষেপকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছর ৫ই জুন পালিত দিবস। এটি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা দ্বারা সমর্থিত এবং পরিবেশকে সমর্থনকারী প্রাথমিক জাতিসংঘের প্রচার দিবসের প্রতিনিধিত্ব করে। ১৯৭৩ সালে দিবসটি প্রথম অনুষ্ঠিত হয়, এবং এরপর থেকে প্রতি বছর দিবসটি আলাদা-আলাদা শহরে, ভিন্ন-ভিন্ন প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হচ্ছে।তেমনি সবুজ পৃথিবী কালিহাতী উপজেলা কমিটি বিশ্ব পরিবেশ দিবস পালন করছে।পার্থিব জগতে বৃক্ষ মানুষের পরম বন্ধু । অথচ মানুষের নির্বিচার পদাঘাতে প্রকম্পিত এ নিখিল ব্রহ্মাণ্ড প্রতিনিয়ত বৃক্ষশূন্য হয়ে পড়ছে । অবাধে চলছে বৃক্ষ নিধন । যার দরুন মানুষ ও অন্যান্য প্রাণীর জীবনধারণের অন্যতম নিয়ামক অক্সিজেনের সরবরাহ ক্রমশ হ্রাস পাচ্ছে । অথচ জীবন – জীবিকার স্বার্থে মানবজীবনে বৃক্ষের প্রয়ােজনীয়তা অনস্বীকার্য ।

‘ পরিবেশ , আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে বৃক্ষের অবদান অপরিসীম । গাছপালা অধিক বৃষ্টিপাতে সাহায্য করে , নদীর ভাঙন থেকে মানুষ ও ভূভাগকে রক্ষা করে ,  দুর্যোগের হাত থেকে বাসগৃহকে রক্ষা করে । মূলত পৃথিবীকে মনুষ্যবাসের উপযােগী করে তােলার জন্য । পর্যাপ্ত বনায়ন মানেই অধিক বৃক্ষ রােপণ , যে বৃক্ষ পরিবেশের ভারসাম্য ।

কোনাে দেশের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে দেশের মোট ভূভাগের ২৫ শতাংশ বনভূমি থাকা ।  তাই আমাদের সকলকে গণসচেতনতা সৃষ্টি করতে হবে , বৃক্ষ নিয়ে রােধে মানুষের হীন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে । মানবজীবনে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষের গুরুত্ব তুলে ধরতে হবে প্রতিটি মানুষের কাছে । জাতীয় গণমাধ্যমগুলাের পাশাপাশি স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ মহতী উদ্যোগে অংশীদার হতে পারে এবং এর ফলাফল অত্যন্ত প্রত্যাশিত হবে বলেই ধারণা করা যায় । এর ফলশ্রুতিতে কালিহাতী উপজেলায় সবুজ পৃথিবীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলার সবুজ পৃথিবী সভাপতি মোঃ বুলবুল হোসেন। সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাদ্দাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, যুগ্ন-সম্পাদক মোঃ জাহাংগীর আলম,যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল জব্বার, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক তন্ময় কুমার পাল,মহিলা বিষয়ক সম্পাদক লিজা আক্তার মালা ও কার্যকরী সদস্য ডা. মোঃ উজ্জল সিকদার প্রমূখ। মোঃ আসাদুল ইসলাম রাজু,মোঃ ইব্রাহিম খলিল ,মোঃ মশিউর ইসলাম ,মিনহাজ উদ্দিন,মোঃ সুজন মিয়া,মোঃ জহিরুল ইসলাম,ডাঃ মোঃ হুমায়ুন কবির,মোঃ সাইফুল ইসলাম সামি,মোঃ সেলিম আহমেদ,মোঃ হাসান আহমেদ,মোঃ ইউসুফ আলী।

সবুজ পৃথিবী কালীহাতী উপজেলার সভাপতি মোঃ বুলবুল হোসেন আরো বলেন,আমরা সবাই জানি পরিবেশ ও মানুষের মধ্যে একটি নিবিড় যোগসূত্র রয়েছে। সভ্যতার বিবর্তনের সাথে সাথে মানুষ যেমন একটু একটু করে তার পরিবেশ গড়ে তুলেছে, তেমনি সভ্যতার চরম লগ্নে এসে সেই মানুষই আবার তার পরিবেশকে নানা উপায়ে ধ্বংস করে চলেছে। ফলস্বরূপ, মানবসভ্যতা আজ চরম হুমকির সম্মুখীন। পরিবেশ দূষণের জন্য একটি-দুটি নয়, অগণিত কারণ রয়েছে। তবে পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ হলো সচেতনতার অভাব। অন্যদিকে, পৃথিবীতে প্রতি মুহূর্তে জনসংখ্যা বাড়ছে, কিন্তু বাড়ছে না প্রকৃতি প্রদত্ত সম্পদ। সে কারণে সীমিত প্রাকৃতিক সম্পদের ওপর চাহিদার চাপ পড়ছে প্রচণ্ডভাবে । বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণের জন্য মানুষ নির্মম হাতে ধ্বংস করছে বনজ সম্পদ। এতে করে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদ্ভিদজগৎ, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণিজগৎ। এ দ্বি-জগতের ক্ষতিসাধনের ফলে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য এক সংকটজনক অবস্থায় এসে পৌঁছেছে।

সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে , বৃক্ষরােপণের মতাে একটি গুরুত্বপূর্ণ বিষয়ঃ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় এনে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন এখন সময়ের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রাজগঞ্জে সংঘর্ষে মণিরামপুর থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা

মোঃ আল ইমরান,  রাজগঞ্জ অফিস, : পূর্ববিরোধের জেরে উত্তপ্ত হয়ে ওঠে যশোরের মণিরামপুরের রত্নেশ্বরপুর গ্রাম। যেকোনো মুহূর্তে বড় ধরনের...

রাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিকসহ ৫ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা

মোঃ আল ইমরান, নিজস্ব প্রতিবেদক, রাজগঞ্জ (অফিস ) : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অননুমোদিতভাবে ক্লিনিক...

বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন চেয়ারম্যান য় এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজয়ানন্দ থের

খাগড়াছড়ি, প্রতিনিধি: বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হরিণা অমৃতধাম বিহারের অধ্যক্ষ ও...

কুয়াদা অঞ্চলে শ্রাবণের বৃষ্টিতে ব্যস্ত সময় পার করছেন রোপা আমন ধানে কৃষকেরা

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার কুয়াদা অঞ্চলে আষাঢ়-শ্রাবণের সময়মতো বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে কৃষকের মাঠ। চলতি...