Monday, September 15, 2025

জরুরী এলজিআরডি কাজে নিয়জিত, ইউএনও কে চ্যালেঞ্জ করেছে ইউপি সদস্য 

Date:

Share post:

অমিতাভ মল্লিক,প্রধান ক্রাইম রিপোর্টার:

যশোর মণিরামপুর উপজেলা শ্যামকুড় ইউনিয়নের ময়না বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে মাটির ট্রাক্টর চলাচলের কারনে স্কুলের প্রাচীর ভেঙ্গে যায়। ক্লাস চলাকালীন এই ট্রাক্টর চলাচলে আতংকে থাকে ছাত্র ছাত্রীরা। স্কুলের জানালা খোলা যায় না,রোদে ধুলা,বৃষ্টিতে কাঁদা, এমন পরিবেশে স্কুল তো নয় যেন ভুতের বাড়ি। বেশ কিছু দিন আগে ময়নাবাড়ি স্কুলের প্রধান শিক্ষক,উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ থাকে আমার বিদ্যালয়ের সাথে একটি সলিং রাস্তা যাহা স্কুলের প্রাচীর ঘেসে বয়ে গেছে। এই রাস্তা দিয়ে নিয়মিত মাটির ট্রাক্টর চলাচলের কারনে স্কুলের শিক্ষার্থীরা সব সময় আতংকে থাকে।

স্কুলের মাঠে শিশুরা খেলা করে। বেশ কয়েক বার ছাত্র ছাত্রী আহত হয়েছেন, তাদের খেলার ফুটবল ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গেছে। স্কুলের ভবনের পাশ দিয়ে যখন এই ট্রাক্টর চলাচল করে তখন মনে হয় গায়ের উপর দিয়ে উঠে যাচ্ছে মাঝে মাঝে ক্লাস রুম থেকে শিক্ষার্থীরা দৌড়ে বের হয়ে আসে। জানালা খোলা যায় না ধুলাবালির কারণে।

এর পর আজ ২৫ শে মে পুনরায় এই ইউপি সদস্য স্কুলের পাশ দিয়ে মাটি বহনকারী ট্রাক্টর দিয়ে মাটি বহন করছিলো। হটাৎ স্কুলের শিক্ষক,ও শিক্ষার্থীরা মাটি বহনকারী ট্রাক্টর আটকে দেয়। ট্রাক্টর আটকে দেওয়ার পরপরই ইউপি সদস্য ফজলুর রহমান ময়না বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের আটক থাকা ট্রাক্টরের নিকট এসে,স্কুল শিক্ষক কে গালিগালাজ করে এবং কে আটকায় এই ট্রাক্টর দেখে নেওয়ার হুমকি প্রদান করে।

উপজেলা নির্বাহী অফিসার অনুমতি দিয়েছেন বলে চিৎকার করেন বলেন ইউপি সদস্য ফজলুর রহমান। একপর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন কে ফোন দেয়,বিদ্যালয়ের পাশ দিয়ে ট্রাক্টর চলছিলো, আপনি বলেছিলেন গাড়ি আটকে ফোন দিতে। ইউএনও কে তিনি জানান ফজলুর রহমান বলছে আপনি নাকি এই মাটি কাটতে অনুমতি দিয়েছেন। আরো দেখা মেলে মাটি বহনকারী ট্রাক্টরে একটি প্লেট সামনে লাগানো আছে। সেই নেইম প্লেটে উল্লেখ করা আছে জরুরি এলজিআরডি কাজে নিয়জিত।

এবিষয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন স্কুল শিক্ষক কে জানায় আমি মাটির ট্রাক্টর চলাচলের কোনো অনুমতি দেই নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মনিরামপুর ভূমি অফিসে দু”র্নীতির স্বর্গরাজ্য – নৈশ প্রহরীও ‘স্যার’

মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুর ভূমি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে—এমন অভিযোগ উঠেছে এলাকাবাসীর মধ্যে। অফিসের নৈশ প্রহরী আসাদও সেখানে...

নড়াইলে তরুণ উদ্যোক্তা প্রযুক্তির আলো তুলে দিতে চান তরুণ প্রজন্মের কাছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ আমাকে সৃষ্টিকর্তা যে সামান্য জ্ঞান ও দক্ষতা দিয়েছেন,তা আমি সাথে নিয়ে যেতে পারব না। কিন্তু রেখে...

নড়াইলে উৎসব মুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি : নড়াইলে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় যুব ও...

‎মণিরামপুরে ইউপি সদস্য সহ তিন ভাইয়ের বি’রুদ্ধে গৃহবধূকে নি”র্যাত’নের অ”ভিযো’গ নী’রব প্র”শাসন!

নেপথ্যে মাদক ও ক্যাসিনোঃ ‎এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ যশোরের মণিরামপুরে দীর্ঘ ১০ বছর যাবত মধ্যযুগীয় কায়দায় টুম্পা বেগম (২৫) নামের এক...