
লিটন সরকার কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে ২৮ কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, চিলমারী ও চর রাজিবপুর) ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব আজিজুর রহমান।
রাজিবপুর উপজেলা বিএনপি’র আয়োজনে সোমবার বিকেল ৩ টার দিকে রাজিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে রাজিবপুর শিশুপার্ক মাঠে আলোচনা সভা ও সৌজন্য সাক্ষাৎ ও লিফলেট বিতরণ করেন। এসময় আলহাজ্ব আজিজুর রহমান বলেন, আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি কর্তৃক ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি।
একইসঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, রাজনীতিতে মতভেদ থাকতে পারে, কিন্তু তা যেন প্রতিহিংসায় রূপ না নেয়। আমরা সকল বিভেদ ও হিংসা ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।
আজিজুর রহমান বিএনপি’র নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে বলেন, ঐক্যই আমাদের শক্তি।
ইনশাআল্লাহ, সবাই মিলে কাজ করলে আসনটি ধানের শীষের জয়লাভের আসনে পরিণত হবে। নেতাকর্মীরা জানান, দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তারা সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জ, সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোখলেছুর রহমান, সঞ্চালনা করেন আব্দুল হাই সরকার, এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম মঞ্জু, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য আবুল কালাম আজাদ, রৌমারী উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ, রৌমারী উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ,রৌমারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আলম সুজন, রৌমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাবু, রৌমারী উপজেলা যুবদলের সদস্য রেজাউল ইসলাম রোমান, রৌমারী উপজেলা মহিলা দলের সভাপতি শিল্পী, রৌমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানাসহ দুই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



