
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ১০টায় রামনগর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ইউপি সচিব মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান রামপ্রসাদ রায়।
স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা–২ প্রকল্পের এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ রবিউল ইসলাম রুবেল।
প্রধান অতিথি রামপ্রসাদ রায় বলেন,
“ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তারা ক্ষতিগ্রস্ত অভিবাসীদের পাশে দাঁড়িয়ে পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে। আমাদের উচিত এই প্রোগ্রামের পাশে থেকে অভিবাসীদের সহযোগিতা করা এবং নিরাপদে বিদেশে যাওয়ার তথ্য প্রচার করা।”
ইউপি সচিব মিজানুর রহমান বলেন,
“আমরা বিদেশ ফেরত কর্মীদের এনআইডি কার্ড, প্রত্যয়নপত্রসহ প্রয়োজনীয় সামাজিক সেবা দিতে আরও আগ্রহী হব। পাশাপাশি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামকে সর্বাত্মক সহযোগিতা করব।”
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন—
উপজেলা সমন্বয়কারী (গ্রাম আদালত) দিবাকর মণ্ডল, পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমরান খান, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, তোলাগোলদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, দাখিল মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, কাজী কামাল হোসেন, জসীম উদ্দিন, কৃষক মাজহারুল ইসলাম, আবু সাঈদ, ইমাম আফজাল হোসেন, ইউপি সদস্য মোরশেদ উদ্দিন মনু, শরিফুল ইসলাম মিন্টু, মারুফ হোসেন তরু, জাইদুল ইসলাম, মেহেদী হাসান, মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম, নাছরিন খাতুন, আনসার ভিডিপি সদস্য মুনছুর আলী, লুৎফর রহমান এবং ইউনিয়ন পরিষদের কর্মচারী ও গ্রাম পুলিশবৃন্দ।
কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন প্রত্যাশা–২ প্রকল্পের যশোর সদর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মোঃ গোলাম রসুল।