
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ দূর্গা পূজার মহা তৃতীয় দিনে পশ্চিম বাংলা পুলিশের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন দে এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ গরীব অনাথ শিশুদের নিয়ে মহা অস্টোমীতে আনন্দ ভাগাভাগি করতে বেরিয়ে পড়েন।
তিনি কোথাও ছোট ছোট বাচ্চাদের হাতে খেলনা ও খাবার তুলে দেন। এবং বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শনে নিয়ে যান।সেই সঙ্গে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিতুন কুমার দে বৃদ্ধ আশ্রমের বয়স্ক পিতা ও মাতা সম বয়সী মানুষের কাছে যান এবং তাদের সঙ্গে এই দূর্গা পূজার আনন্দ ভাগাভাগি করে নেয়। এবং তাদের স্বাস্থ্য ও চিকিৎসা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। কোথাও কোথাও গাড়ি করে নিয়ে তাদের কে দূর্গা পূজা পরিক্রমা দেখতে বের হন।
এবং বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে যান। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এবং বৃদ্ধ আশ্রমের বয়স্ক মানুষের সাথে দূর্গা পূজার উৎসব ভাগাভাগি করে নেন। সারাদিন আনন্দ করে বিভিন্ন দূর্গা পূজার মন্ডপে মন্ডপে শারদীয় আনন্দে মেতে ওঠেন।