
মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ, ৫ আগষ্ট ২০২৫ ( বাসস)
জুলাই আগষ্ট ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে ১৩ শহীদের কবর জিয়ারত ও তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার ( ৫ আগষ্ট) প্রথমে সকাল ৯ টার সময় মালসাপাড়া পৌর কবরস্থানে শহীদ আব্দুল লতিফ ও শহীদ সুমন সেখের কবরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, শহীদ সুমন সেখের পিতা মোঃ গোনজের আলী,বিএনপি জাতীয় নির্বাহর কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহীনুর আলম ও সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল,ইউসুফ দেওয়ান রাজু,কোষাধ্যক্ষ নুরুল ইসলাম রইসী, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, সমাজকল্যাণ সম্পাদক মিলন শেখ,আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শাহাদাত হোসেন,বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলনের ছাত্র সমম্বয়ক সজীব সরকার, মুনতাসীর মেহেদী হাসান, সালমান জোয়ার্দার,টি এম মুশফিক সাদ সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী,মুক্তিযোদ্ ধা,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ।এর পরই সদর উপজেলার কান্দাপাড়া কবরস্থানে সিরাজগঞ্জে প্রথম শহীদ জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জুর কবরের অনুরুপভাবে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয় ও তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া।
একই সময় বেলকুচি,রায়গঞ্জ,শাহজাদপুর,চৌহালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্ব স্ব এলাকার কবরস্থান শহীদ শিহাব উদ্দিন প্রামানিক, জাহাঙ্গীর আলম, লেবু,নজরুল ইসলাম, শিহাব আহম্মেদ, সিয়াম হোসেন, ইয়াহিয়া আলী,অন্তর ইসলাম, সুজন মাহমুদ ও মনিরুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় ও বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।