
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। এই পথ নিরপত্তা সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী গোস্বামী আই পি এস। তিনি তার অধীনস্থ সমস্ত থানার ওসি ও আই সি দের নির্দেশ দিয়েছেন যে তারা যেন এই পথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এর সাথে যুক্ত হন।
আজ সকাল থেকেই ভারি বর্ষণে র কারণে কোথাও থমকে যায়নি এই উদ্যোগ।সকল স্তরের বাঁধা ও বৃষ্টি কে উপেক্ষা করে পথ নিরপত্তা নিশ্চিত করতে সবধরনের ব্যাবস্থা নিয়েছেন।
সাধারণ মানুষের মধ্যে পথ সচেতনতা বৃদ্ধি করতে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে।তাই নয় জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাবলো ও ব্যানার ফেস্টুন নিয়ে গাড়িতে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে কোথাও কোথাও ট্রাফিক গার্ড এর কর্মীরা হেলমেট বিহীন চালক কে হেলমেট পরিয়ে দিচ্ছেন। এদিন সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কলকাতা লাগোয়া ডায়মন্ড হারবার জেলা পুলিশের হেডকোয়ার্টার পৈলান থেকে এর শুভ সূচনা করেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস। তিনি হেলমেট বিহীন চালকের মাথায় হেলমেট পরিয়ে দিচ্ছেন এমন দৃশ্য দেখে গেছে।
আগামী এক সপ্তাহের মধ্যে জেলা পুলিশের অধীনে সমস্ত থানা এলাকায় ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের সব পক্ষের পুলিশ আধিকারিকদের নিয়ে ও ইস্কুল কলেজ এর ছাত্র ও ছাত্রীদের সঙ্গে নিয়ে পথ নিরপত্তা প্রচার অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন।