খাগড়াছড়ি প্রতিনিধি:
প্লাস্টিক দূষণ আর নয়” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সংক্ষিপ্ত র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন, যা পরিবেশ রক্ষার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ধরা হয়েছে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বক্তব্য রাখেন এনএসআই এর যুগ্ম পরিচালক নাছির মোহাম্মদ গাজী, জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ তাপস সাহা, এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য।
সভার শুরুতে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমদ স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম সঞ্চালনা করেন।
বক্তারা পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হিসেবে প্লাস্টিকের ব্যবহার ও এর অবশিষ্টাংশ নিয়ন্ত্রণের তাগিদ দেন। বিশেষ করে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় যত্রতত্র বোতলজাত পানির বোতল ফেলা এবং গুহার ভিতরে বোতল ফেলা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ প্রতিরোধের গুরুত্বের ওপর জোর দেন বক্তারা।
আলোচনা সভার শেষে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।