
মেহেদী হাসান নয়ন, হরিদাসকাটি প্রতিনিধিঃ
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় ২৩ জুন ২০২৫ তারিখ সকাল ১০.৩০ টায় যশোর জেলায় মানব পাচার প্রতিরোধে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিদের নিয়ে জেলা পর্যায়ে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক ফর্মেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব স্বপন কুমার গুহ নির্বাহী পরিচালক, রূপান্তর। প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিনয়কৃষ্ণ মল্লিক নির্বাহী পরিচালক, রাইটস যশোর।মাসনুন হক প্রোগ্রাম অফিসার উইনরক ইন্টারন্যাশনাল। সুপ্তি দিব্রা, রিজিওনাল কো-অর্ডিনেটর, উইনরক ইন্টারন্যাশনাল।
এছাড়া অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন
রূপান্তর, রাইটস যশোর, বাঁচতে শেখা, জাস্টিস এ্যান্ড কেয়ার, সলিডারিটি সেন্টার বাংলাদেশ, এডোর, ঢাকা আহসানিয়া মিশন, ব্লাস্ট, ধারা, জয়তী সোসাইটি, কেএমএসএস, আফনান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজিবি সমিতি, বমসা, পেন ফাউন্ডেশন, আশরাফ ফাউন্ডেশন, দি সলভেশন আর্মি সহ ২০ টি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উক্ত প্রোগ্রামে প্রকল্পের কার্যক্রম সহ মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে নেটওয়ার্ক গঠণের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জনাব মাসনুন হক ও সুপ্তি দিব্রা উইনরক ইন্টারন্যাশনাল, রবিউল ইসলাম বাবু প্রোজেক্ট কো-অর্ডিনেটর, রূপান্তর ও জনাব বাদশা মিয়া প্রোজেক্ট কো-অর্ডিনেটর, রাইটস যশোর এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন উজ্জ্বল কুমার পাল প্রোগ্রাম অফিসার, রূপান্তর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিপঙ্কর মন্ডল ও অননীয় বিশ্বাস কমি উনিটি ফ্যাসিলিটেটর, রূপান্তর। আল মামুন প্রোগ্রাম অফিসার, রূপান্তর।