কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর আলিপুর সদর দপ্তরে আয়োজিত একটি প্রশাসনিক বৈঠকে জেলার পান চাষীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান মথুরাপুর লোকসভা র এম পি বাপি হালদার। আজ বৈঠকে তিনি বলেন জেলার প্রান্তিক পান চাষীদের উন্নয়ন ও সমবায় মাধ্যমে তাদের উৎপাদিত পান দেশ ও দেশের বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সব ধরনের সহযোগিতা করতে হবে বলে জানিয়েছেন। সেই সঙ্গে জেলার প্রান্তিক পান চাষীদের উন্নয়ন ও তাদের সার্বিক সহযোগিতা প্রদান করতে সবধরনের ব্যাবস্থা নেবার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এদিন জেলা পরিষদ এর কর্মধক্ষ্য এবং জেলা র ডি এম শ্রী সুমিত গুপ্ত আই এ এস এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যান্য জেলা প্রশাসকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাপি হালদার বলেছেন যে বর্তমান পরিস্থিতি তে জেলার বহু যায়গায় পান চাষীদের ঠিক মতো উন্নয়নশীল পানের কিট দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে পান চাষীদের পাশে। তাদেরকে আরো বেশি করে পান উৎপাদন করে দেশ ও দেশের বাইরে রপ্তানি করে দেশীয় ও আন্তর্জাতিক মুদ্রা অর্জন করতে হবে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ও সাগর ব্লক থেকে শুরু করে মগরাহাট পশ্চিমের শেরপুর ও ইয়ার পুর গ্রাম পঞ্চায়েতের বহু যায়গায় পান চাষ হয়। এবং এই সব যায়গায় থেকে পান দেশ ও দেশের বাইরে রপ্তানি করা হয়।
তাদের উন্নত মানের পান কিট প্রদান করা এবং আর্থিক সহায়তা প্রদান করা এবং উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করতে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।এর ফলে কোটি কোটি টাকা আয় হতে পারে বলে মনে করেন মথুরাপুর লোকসভা র এম পি বাপি হালদার।।