সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইলে গত ৫ আগস্ট ছাত্র -জনতার উপর হামলার ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা সাখার সাবেক সভাপতি চঞ্চল শাহারিয়ার মিম (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ।
১-মে (বৃহস্পতিবার) বিকেলে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ডাক বাংলোর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। চঞ্চল শাহরিয়ার মিম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের সেলিম মন্ডলের ছেলে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ছাত্র -জনতার উপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত কার্যক্রম শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালত সোপর্দ করা হবে।’