মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কুয়াদা বাতানবাড়ি আঞ্চলিক মহাশ্মশানে জাঁকজমকপূর্ণ ভাবে শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) মহাশ্মশানের পূজা মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হয়।
পূজার আচার-অনুষ্ঠান পরিচালনা করেন পুরোহিত শুভ কাঞ্জি লাল ও পরিতোষ কাঞ্জি লাল। পূজার বিভিন্ন আয়োজনের দায়িত্বে ছিলেন চন্দন সানা, বনিদত্ত, গীতা পাল, শান্তি পাল, রীতি সানা, ও পারুল সানা। তাঁরা নানা রকম ফুল ও ফল নিবেদন করে পূজা সম্পন্ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির উপদেষ্টা মধু দত্ত, অশোক চক্রবর্তী, সভাপতি রামপ্রসাদ পাল, সাধারণ সম্পাদক অসীম দত্ত, কোষাধ্যক্ষ অসীম দাস, সাবেক সভাপতি দীনবন্ধু সেন, কিশোর হালদার, কৃষ্ণ পদবীন, তরুণ দত্ত, সাধন দত্তসহ বিভিন্ন অঞ্চলের ভক্তবৃন্দ।
কমিটির সাধারণ সম্পাদক অসীম দত্ত জানান, প্রায় ৪০ বছর পর নতুন মন্দির নির্মাণ করে এ বছর প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণভাবে বাসন্তী পূজা উদযাপিত হলো। তিনি আরও জানান, মহাশ্মশানের উন্নয়ন কাজ চলমান রয়েছে এবং পূজার মহানবমীতে আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাবলু সরকার।