মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদ হলরুমে টিসিবি’র পণ্য ক্রয়ের জন্য জনগণের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ৬ মার্চ (বৃহস্পতিবার) সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও বর্তমান প্যানেল চেয়ারম্যান রামপ্রসাদ রায়, উদ্যোক্তা শাকিল খান, ইউপি সদস্য মোরশেদ উদ্দিন মনু, শরিফুল ইসলাম মিন্টু, রফিকুল ইসলাম, গাজী রিয়াজ উদ্দিন, মারুফ হোসেন তরু, মেহেদি হাসান, জাইদুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম, নাছরিন খাতুন, গ্রাম পুলিশসহ বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় জনগণ।
প্যানেল চেয়ারম্যান রামপ্রসাদ রায় জানান, রামনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১,২৪০টি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। তিনি আরও বলেন, এই কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ সহজ হবে এবং সাধারণ জনগণ কোনো বিভ্রান্তির শিকার হবে না।
স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের ফলে নিম্ন আয়ের জনগণ সহজেই টিসিবি’র পণ্য সংগ্রহ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় জনপ্রতিনিধিরা।