
স্টাফ রিপোর্টার:
ছোটো উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ-প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব-ব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও করিগরি সহযোগিতায় জাগরণী চক্র ফাউন্ডেশন (জে সি এফ) যশোরে, বাস্তবায়িত RAISE প্রকল্পের আওতায় তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনের লক্ষ্যে “কমিউনিটি আউটরিচ সভা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর ) জাগরণী চক্র ফাউন্ডেশন কুয়াদা শাখাধীন কুয়াদা স্কুল এন্ড কলেজ মাঠে আউটরিচ সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর ২ এর জোনাল ম্যানেজার মোঃ ফারুক হোসেন। সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লাইফ স্কিল অফিসার।
মোঃ আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের সমন্বয়কারী আলমগীর হোসেন । কুয়াদা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াজেদ আলী কুয়াদা স্কুলের শিক্ষক শামীম হোসেন, সিএমএ মোঃ বাবুল আক্তার, একাউন্ট অফিসার সামিউল বাকী মনিরামপুর জাগরণী চক্র ফাউন্ডেশন মনিরামপুর এরিয়া ম্যানেজার ফারুক হোসেন পার মনিরামপুর শাখার ম্যানেজার আব্দুল রশিদ কুয়াদা জাগরণী চক্রের শাখার ম্যানেজার আরিফুল রহমান আরিফ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা।
সভায় বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১ শতাধিক তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশগণ কমিউনিটি আউটরিচ সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আগামীতে যে সকল তরুণ উদ্যোক্তা রেইজ প্রকল্প হতে ঋণ সহায়তা গ্রহণ করবেন এবং যে সকল তরুণ শিক্ষানবিশ প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হতে চান আউটরিচ সভার মাধ্যমে তাদের বাছাইকার্য সম্পন্ন করা হয়েছে।