হারুনুর রশিদ হাবিবুল্লাহ্:
কবি মোহাম্মদ খোকন চৌধুরী-কে গুণীজন সম্মাননা দিয়েছে কবি নজরুল একাডেমি বেলালাবাদ মগবাজার ঢাকা থেকে "স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ" ।
শনিবার ১৬ নভেম্বর ২০২৪ইং তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি কবি গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা প্রকৃতজ শামিমরুমি টিটন সহ দেশ বিদেশের গণ্যমান্য গুণীজনেরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব কে এম সফর আলী বলেন, কবি মোহাম্মদ খোকন চৌধুরী কক্সবাজার জেলার স্থানীয় একজন বাসিন্দা। আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অনেক বড় ভূমিকা রাখছেন। তার মতো সম্মানিত ব্যক্তির কাছে আমাদের অনেক কিছু শেখার রয়েছে।
সংগঠনের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করেন মোহাম্মদ খোকন চৌধুরী।
কবি মোহাম্মদ খোকন চৌধুরী এ বছর অনেক গুলো সম্মাননা পান। এ ছাড়াও তিনি সাহিত্য পুরস্কারসহ নানা পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।