Tuesday, November 4, 2025

ইসলামপুরে প্যারেন্টিং কনফারেন্স ২০২৪ সফলভাবে সম্পন্ন

Date:

Share post:

জাবির আহম্মেদ জিহাদ:
ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্যারেন্টিং কনফারেন্স ২০২৪ খ্রিষ্টাব্দ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত এই সম্মেলনে ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. শফিকুল ইসলাম (পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়)। তিনি বলেন, “সন্তানদের সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ আলোকিত করা সম্ভব। আজকের এই কনফারেন্স পিতা-মাতার ভূমিকার গুরুত্ব আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গুঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. শাহজাহান সিরাজ। তিনি বলেন, “শিক্ষা শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয়, পরিবার থেকেই এর শুরু। পিতা-মাতা যদি সন্তানদের প্রতি সচেতন হন, তাহলে শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক উন্নয়ন অনেকাংশে নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সাদ্দাম। তিনি তার বক্তব্যে বলেন, “মাদ্রাসা কর্তৃপক্ষ সব সময় শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক উন্নয়নের প্রতি দায়বদ্ধ। অভিভাবকদের সঙ্গে একত্রে কাজ করার মাধ্যমে আমরা এ দায়িত্ব আরও কার্যকরভাবে পালন করতে চাই।”
বিশেষ অতিথি মোহাম্মদ রেজাউল করিম বলেন, “শিশুদের সঠিক পথ দেখাতে পিতা-মাতা ও শিক্ষকদের মধ্যে সেতুবন্ধন অত্যন্ত জরুরি। এই কনফারেন্স সেই উদ্দেশ্য পূরণে একটি কার্যকর ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানের শেষ অংশে অভিভাবকরা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন এবং মাদ্রাসার এমন উদ্যোগের প্রশংসা করেন। আয়োজক কমিটি জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা হবে।
এই কনফারেন্স ইসলামপুর এলাকায় পিতা-মাতার সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সঠিক মূল্যবোধে গড়ে তোলার একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের সম্মিলনী বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মাগুরা জেলা প্রশাসকের সচেতন মূলক আলোচনা 

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে-মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের...

যশোরের অভি”যানে বিপুল পরিমাণ ইয়া’বা ট্যাবলেটসহ মা”দক ব্যবসায়ী গ্রেফ”তার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে জেলা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের ২নং বাউলিয়া চাদপাড়া ওয়ার্ডের জয় স্টোরের সামনে...

বগুড়া শহর বিএনপির ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

রিপন বগুড়া জেলা প্রতিনিধি: সোমবার বিকেলে কালিবালা গ্রামে খানকা শরীফ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে বিশাল...

অবশেষে শার্শার-১ আসনে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: ৮৫ যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও...