Thursday, September 4, 2025

মহারাষ্ট্রের বিধান সভা নির্বাচনের আগে শিবসেনায় যোগ এন সি পি বিধায়কের

Date:

Share post:

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও শিবসেনা নেতা শ্রী উদ্ভব সাহেব ঠাকরে র নেতৃত্বের প্রতি আস্থা রেখে শিবসেনায় যোগ দিয়েছেন অজিত পাওয়ার এর এন সি পি নেতা ও সাবেক বিধায়ক শ্রী সাঙ্গোলাদি সামুঙ্গেপাত্তি। তিনি দীর্ঘদিন ধরে প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শারদ পাওয়ারের দল এন সি পি নেতা ছিলেন।

কিন্তু গতবছর শারদ পাওয়ারের দল ভেঙ্গে তার ভাইপো অজিত পাওয়ার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও বিজেপি নেতৃত্বধীন সরকারে যোগ দেন এবং মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এবং এই বিধায়ক শ্রী সাঙ্গোলাদি সামুঙ্গেপাত্তি তার সঙ্গে ছিলেন। কিন্তু আগামী নভেম্বরে মহারাষ্ট্রের বিধান সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তার আগেই অজিত পাওয়ারের হাত থেকে বেরিয়ে এসে আজ উদ্ভব সাহেব ঠাকরে র নেতৃত্বে শিবসেনায় যোগ দিয়েছেন। এই ওবেসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক শিবসেনায় যোগ দেওয়ার ফলে আগামী নভেম্বরের মাসের ২০, তারিখে যে একদফা য় নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে ভালো প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

কারণ ২৮৮,টি বিধান সভার মধ্যে যে ১৪৬,টি আসন পাবে সেই দল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এই রাজ্যের নির্বাচনে একদিকে ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট শিবসেনা ও শারদ পাওয়ারের দল এন সি পি ও মহাআঘোড়ী দল রয়েছে। অন্যদিকে মহারাষ্ট্র রাজ্যের ক্ষমতা ধরে রাখতে বিজেপি ও শিবসেনা একনাথ শিন্ডে ও অজিত পাওয়ারের এন সি পি জোট বেঁধে নির্বাচনে লড়াই চালিয়ে যাচ্ছে।

গত বছর লোকসভার নির্বাচনে ৪৮, টি আসন এর মধ্যে ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট পেয়েছিল ৩০, টি আসন এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে র নেতৃত্বে বিজেপি ও এন সি পি অজিত পাওয়ারের দল লড়াই চালিয়ে মাত্র ১৮, টি আসন দখল করে। এই দিক থেকে একটা এগিয়ে মহারাষ্ট্রের ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট। মহারাষ্ট্র রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৩,শে নভেম্বর। এই নির্বাচনে কারা জিততে চলেছে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৩,শে নভেম্বর পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

উত্তরপ্রদেশে থানায় সুবিচারের বদলে নিগ্রহ এফআইআর না নিয়ে নি”রুপায় পিড়িতা আশ্রয় নিলেন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে

মনোয়ার ইমাম, কলকাতা প্রতিনিধি: উত্তরপ্রদেশে সুবিচারের আশায় থানায় গেলে পিছিয়ে পড়া সমাজের মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার হচ্ছে—এমনই নিন্দনীয় ঘটনা সামনে...

শ্রীপুরে ৪৭ তম বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত...

সতীঘাটা ভ্যাবতীপুর মাদ্রাসায় সুপারের উদ্যোগে রেন্টি গাছ ক’র্তন – এলাকাবাসীর ক্ষো’ভ ও গু’ঞ্জন

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:  সরকারি কোন নিয়ম-নীতি তোয়াক্কা না করে যশোরের সতীঘাটা ভ্যাবতীপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার রবিউল...

সাপ থাকে গ্রামে, চিকিৎসা কেন শহরে!

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের মণিরামপুরে সর্পদংশনে চার বছরের শিশু আজিমের মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয়রা অভিযোগ তুলেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...