
মোঃমাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহীঃ
“অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন চাই”
“শ্রমিক-মালিক ভাই ভাই বৈষম্যের ঠাই নাই” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সদস্য সংগ্রহ ও কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৫ অক্টোবর ২০২৪ খ্রি:) সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, গোদাগাড়ী পৌরসভার আয়োজনে মহিশালবাড়ী গরুর হাট প্রাঙ্গণে মাও: আবুল কাশেম এর সভাপতিত্বে মাও: আব্দুল হান্নানের কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ ওবায়দুল্লাহ্, শিক্ষাবিদ ও বিশিষ্ট সমাজসেবক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মোঃ ওবায়দুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল আলম, রাজশাহী অঞ্চল পরিচালক, বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন সভাপতি, গোলাম মোস্তফা সভাপতি বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, গোদাগাড়ী পৌরসভা,শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইউসুফ আলী মার্কেটিং অফিসার, লাইফ কেয়ার হাসপাতাল, গোদাগাড়ী, রাজশাহী।
মোঃ তরিকুল ইসলাম সেক্রেটারি, বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, গোদাগাড়ী পৌরসভা। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকরা আজ অসহায়। বিভিন্ন সময় যে কৃষি অনুদান দেওয়া হয় তা তারা সঠিকভাবে পাচ্ছে না। অনেক সময় অর্থের অভাবে সার, কীটনাশক সহ কৃষি উপকরণ ক্রয় করতে পারে না। যদিও কষ্ট করে জমি চাষ করছে তারপরও ফসলের নায্য মূল্য পাচ্ছে না। সবদিক থেকে তারা অসহায়।আমরা এ অনুষ্ঠান থেকে জোরালোভাবে দাবি জানাচ্ছি কৃষকদের বিনা মূল্যে কৃষি ঋণ ও কৃষি উপকরণ দিতে হবে। উপজেলায় একাধিক কলেস্টেরের ব্যবস্হা করতে হবে।