Sunday, July 27, 2025

গাজীপুরে এক নারীর পৈত্রিক সম্পত্তি কেড়ে নেয়ার অপচেষ্টা থানায় অভিযোগ

Date:

Share post:

আরিফা হক গাজীপুর প্রতিনিধ :

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের রাহাপাড়া গ্রামের মোসাঃ লতিফা বেগম (৪৫) এর পৈত্রিক সম্পত্তি ও বাড়ি-ঘর জবর দখল চেষ্টার প্রতিবাদে কতিপয় প্রভাবশালীর বিরুদ্ধে জিএমপি সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

অভিযোগ সূত্রে জানা যায়- মোঃ রানা আহমেদ (৪৫), মোঃ আলী হোসেন (৪৮), জাকির হোসেন (৩৭), সর্ব পিতা- মোঃ আব্দুল লতিফ মিয়া এবং ম্ঃো সালাম মোল্লা (৪৮), মোঃ মতিন মোল্লা (৩৮), উভয় পিতা- মৃত আব্দুল আজিজ মোল্লা, মোঃ শাওন মোল্লা (২৮), পিতা- মোঃ মতিন মোল্লা, মোঃ সাইফুল ইসলাম (২৭), পিতা- মোঃ ইয়াকুব আলী ও মোঃ মনির হোসেন (৪৩), পিতা- মৃত মজিবুর রহমান মজিব সর্ব সাং- হায়দরাবাদসহ মোঃ শাওন মিয়া (২৮), মোঃ কাজল মিয়া (২৬), মোঃ রুমেল মিয়া (২৭), মোঃ হাসেন (৩০), মোঃ আক্কাস আলী (৩৯), মোঃ আঃ কাদির মোল্লা (৪৯), মোঃ সাদিক মিয়া (৩২), মোঃ আলী বাছির মিয়া (৩৬), মোঃ কুদ্দুস মিয়া (৪০) সর্ব সাং দাক্ষিণ খানগং লতিফা বেগমের পৈত্রিক সম্পত্তি ও বসত বাড়ি-ঘর জবর দখল করে নেয়ার জন্য দীর্ঘ দিন যাবৎ অপচেষ্টা করে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমন্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিচার সালিস হলেও লতিফা বেগম বাদি হয়ে সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে মিস মোকদ্দমা নং- ২৩১/২৪ দায়ের করেন। তথাপিও উপরোক্ত প্রভাবশালীরা তার জমি ও ঘর-বাড়ি দখল করে নেয়ার হুমকি-ধামকি দেয়া অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় উপরোক্ত প্রভাবশালীরা ১১ সেপ্টেম্বর রোজ বুধবার বে-আইনি জনতাবদ্ধে অজ্ঞাতনামা গাড়ি যোগে দাক্ষিন খান সাকিনে লতিফা বেগমের দখলীয় জমি ও ঘর-বাড়িতে অনধিকার প্রবেশ করে তার ৩ টি টিনের ঘরের সকল টিন খুলে এবং ঘরের ভেতরে থাকা যাবতীয় আসবাবপত্র গাড়িতে তুলতে থাকে। ওই সময় লতিফা বেগমের তিন কেযারটেকার যথাক্রমে মোঃ আয়নাল (৪৫), মোঃ সাজ্জাদ (২৮) ও মোঃ মেহেদী (২৮) তাদেরকে বাধা প্রদান করলে, তারা তিন কেয়ারটেকারকে এলোপাথারি মারপিট করে টিন ও অন্যান্য মালামালের সাথে গাড়িতে তুলে নিয়ে যায়।
ঘটনার সময় অভিযোগকারিনী লতিফা বেগম ও আশপাশের লোকজন এগিয়ে গেলে প্রভাবশালী চক্রটি তাদেরকে খুন-জখম করে লাশ গুম করার হুমকি-ধামকি দিয়ে গাড়ি চালিয়ে সটকে পড়ে।
অভিযোগকারিনী লতিফা বেগম জানান- বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা হুমকির মুখে রয়েছেন। যে কোন সময় ওই প্রভাবশালী সন্ত্রাসীরা তাদের ওপর চরম হামলা চালাতে পারে এবং তাদের দ্বারা মিথ্যা মামলার শিকার হতে পারেন।

তিনি আরো বলেন- প্রভাবশালী ওই সন্ত্রাসীরা এক পর্যায়ে কেয়ারটেকারদের ৩ টি মোবাইল ফোন রেখে আশ্ঙ্কাজনক অবস্থায় তাদেরকে রাস্তায় ফেলে যায়। পরে তাদেরকে উদ্ধার পূর্বক শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করানো হয়।

ক্ষয়-ক্ষতির বিষয়ে লতিফা বেগম জানান- মোবাইল ফোনসহ তার সর্বমোট ২ লাখ ৯৮ হাজার টাকার লোকসান হয়েছে। সর্বেপরি তিনি বলেন- আমি যে কোন মূল্যে আমার পৈত্রিক সম্পত্তির দখল আকড়ে থাকবো। এতে আমি দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা মোস্তফা জামাল

অনলাইন ডেস্কঃ চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে...

ভোজগাতিতে একই পরিবারের তিনজন গু’রুতর আ”হত নারীকে শ্লী’লতাহা’নির অ’ভিযোগ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতি গ্রামে সন্ত্রাসী হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের...

ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যেগে র’ক্তদান কর্মসূচি মগরাহাট থানাতে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট থানার উদ্যোগে একটি রক্তদান কর্মসূচি পালন...

যশোরে রামনগর ইউনিয়ন পরিষদে স্ব’ল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ

ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যের কার্ডধারীদের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্যসামগ্রী...