Wednesday, July 16, 2025

সিলেট মোবাইল পাঠাগার সাপ্তাহিক সাহিত্যপত্র ‘ছায়ালাপ-৫’র প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন 

Date:

Share post:

আবদুল কাদির জীবন,সিলেট:

সিলেট মোবাইল পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর বলেন, সিলেট মোবাইল পাঠাগারের সাপ্তাহিক সাহিত্যপত্র ‘ছায়ালাপ’ এর প্রকাশনা বাইশ বছর ধরে চলমান। ‘ছায়ালাপ-৫’ মোবাইল পাঠাগারের এক যুগান্তকারী সাফল্য।

তার ধারাবাহিকতা অব্যাহত থাকলে ইতিহাস সৃষ্টি করবে পাঠাগার। তিনি আরও বলেন এটা প্রকাশ করতে অনেক ত্যাগ স্বীকার করেছেন বর্তমান কমিটির চেয়ারম্যান মাহমুদ রাজা চৌধুরী ও নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবন।

তিনি গতকাল শনিবার (২৪ আগস্ট ২০২৪) সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে মোবাইল পাঠাগারের সাপ্তাহিক সাহিত্যপত্র ‘ছায়ালাপ-৫’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক, ছায়ালাপ সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় ‘ছায়ালাপ-৫’ প্রকাশনা অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল।

‘ছায়ালাপ-৫’ এর প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক, কবি আমিনুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মূখ্যপত্র ‘আল-ইসলাহ’ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, মোবাইল পাঠাগারের সহসাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, পাপড়ি প্রকাশনীর স্বত্বাধিকারী ও ছড়াকার কামরুল আলম, ঔপন্যাসিক আলেয়া রহমান ও সিরাজুল হক।

এছাড়া লেখাপাঠ ও বক্তব্য রাখেন, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি ও শিক্ষক সুফি আকবর, কবি সোলেমান রাসেল, ছড়াকার নাঈমুল ইসলাম গুলজার, গল্পকার জেনারুল ইসলাম, শিল্পী বাহা উদ্দিন বাহার, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, কে. এম মাহমুদুর রহমান, মাহবুবুর জোনাঈদ, তরুণ লেখক মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী তালহা, ওয়াহিদুর জব জগলু, রুফিয়া আক্তার, সোহেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন ছড়কার ও চিত্রশিল্পী কবির আশরাফ ।

মূখ্য আলোচকের বক্তব্যে সেলিম আউয়াল বলেন, আজকের কাজ ভবিষ্যতে ইতিহাস। কাজ সবাই করে না কিছু মানুষ করে যার ফল ভোগ করে সবাই। ডকুমেন্টারি খুবই গুরুত্বপূর্ণ যেমন আজকের ছায়ালাপ মোবাইল পাঠাগারের একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি। ভবিষ্যতে মানুষ এই লিপিবদ্ধ নিয়েই গবেষণা করবে। মোবাইল পাঠাগারের চেয়ারম্যান আর্কাইভের কাজ করেছেন। আজকের ‘ছায়ালাপ-৫’ প্রকাশনায় অনেক ত্যাগ স্বীকার করেছেন চেয়ারম্যান দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। তার চেষ্টায় দীর্ঘ ১৪ বছর পরে ছায়ালাপ আলোর মুখ দেখলো।

সভাপতির বক্তব্যে দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, আমি মনে করি কাজই শক্তি। কাজ করলে ভুল হবে অথবা ইতিহাস হবে। ভুল ধরা সহজ কিন্তু কাজ করা কঠিন। প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলাম বলেই আজ ২৪ বছর পরে এই সংগঠনের জন্য কাজ করে আনন্দ পাচ্ছি। এই পাঠাগারের কাজ যেনো অব্যাহত থাকে সেই প্রত্যাশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তিস্তা ভাঙন এলাকা পরিদর্শনে পরিবেশ উপদেষ্ট

মোঃ আবু শাহান সেলিম মিয়া, রংপুর।। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুই...

যশোরে অ-গ্নিকা’ণ্ডে ক্ষ’তিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ গত ২২ মে ২০২৫ যশোর জেলার অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি এলাকায় সংঘর্ষের জেরে অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ কর্তৃক ১৪টি...

নড়াইলে মদিনা ফুড বেকারিতে ভো’ক্তা অধিকারের অ’ভিযানে জ-রিমানা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে পৌরসভার কুড়িগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন...

সড়ক দু-র্ঘটনা’য় গু’রুতর আ’হত শ্রীপুরের আনোয়ারুল ইসলাম হাসপাতালে লাইফ সা’পোর্টে

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের কৃতি সন্তান, হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৮ ব্যাচের...