Thursday, August 21, 2025

ইসলামপুরে বন্যার্তদের মাঝে জামায়াতে ইসলামীর খাদ্যসামগ্রী বিতরণ

Date:

Share post:

জাবির আহম্মেদ জিহাদ:

জামালপুর জেলার বন্যাকবলিতদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর থানা শাখার পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ রা জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আজ আমরা জামায়াতে ইসলামীর পক্ষ হতে ইসলামপুরের পানি বন্দি মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।আপনাদের সাহায্য করার ক্ষমতা আমাদের নেই।একমাত্র আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারেনা।আপনারা বিপদগ্রস্ত! সামান্য কিছু উপহার এনেছি। মানুষদের পাশে দাঁড়ানো জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে আমাদের ঈমানী দায়িত্ব।আপনাদের এলাকার প্রিয় ব্যক্তি অধ্যক্ষ ড. সামিউল হক ফারুকী সার্বক্ষনিক বন্যার্তদের খোঁজখবর রাখছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন।

বিশেষ অতিথির বক্তব্যে ড. সামিউল হক ফারুকী বলেন, আমাদের প্রতিবেশী দেশ আমাদের সাথে প্রতিবেশীর মতো আচরণ করেনা।ফলে বন্যাসহ নানান দুর্যোগ পরিস্থিতির স্বীকার হচ্ছে বাংলাদেশ। সীমান্তে বড় বড় দু’টি নদীতে বাঁধ দিয়ে তারা নদীর স্বাভাবিক প্রবাহকে ক্ষতিগ্রস্ত করেছে। ভারতের সুবিধা অনুযায়ী তারা বাঁধ বন্ধ করে রাখে। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজনের সময়ে তারা পানি আসতে দেয় না এবং পরে ইচ্ছে মতো বাঁধ খুলে দিয়ে আমাদেরকে ঢুবিয়ে মারতে চাই। এভাবেই পুরো বাংলাদেশের নদীর সীমান্ত মুখে তারা বাঁধ দিয়ে দেশের দুর্যোগ আরও বাড়িয়ে দিচ্ছে।

ফুড প্যাকেট বিতরণকালে উপস্থিত ছিলেন, জামালপুর জেলার সাবেক আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, ভারপ্রাপ্ত জেলা আমির, অধ্যাপক খলিলুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা আমজাদ হোসেন, উপজেলা আমির খন্দকার লিয়াকত আলী, অর্থ সম্পাদক আবু মূসা,আব্দুল্লাহ আল ক্বাফি, রমজান আলী, ছাইফুল ইসলাম, এহসান জুয়েল,শিবির সভাপতি মো: আহসান উল্লাহ, সেক্রেটারি জুনাইদ আল হাবিব জিহাদ সহ অনেকে।

মাওলানা আমজাদ হোসেন বলেন, বেনজির আহমেদ ও সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজসহ অসংখ্য অফিসাররা সুবিধা ভোগ করে এই অবৈধ সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তারা ব্যাপকভাবে দুর্নীতি-অনিয়ম, শোষণের মাধ্যমে দেশের অর্থ পাচার করে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। জনগণ ঐক্যবদ্ধ হলেই কেবল পরিত্রাণ পাওয়া সম্ভব।

শিবির সভাপতি আহসান উল্লাহ বলেন, এ সরকার দেশে সবকিছুই অস্বাভাবিক করে ফেলেছে। এ সরকারের জনগণের সরকার নয়। সে কারণে জনগণের কথা চিন্তা না করে সবকিছুই নিজেদের আখের গোছাচ্ছে।

এছাড়াও তিনি সরকারের সকল ধরনের রক্ত চক্ষু উপেক্ষা করে জনগণের দাবি আদায়ের যেকোনো আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে সচেতন দেশবাসীকে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

অভয়নগরে প্র”তিব”ন্ধী ভ্যানচালক লিমন হ/ত্যার মূল র”হস্য উ”দঘা”টন, গ্রে”ফ’তা”র ৪

অফিস ডেস্ক: যশোরের অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন শেখ (২৬) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল আসামীসহ...

শ্রীপুরের নাকোল ইউনিয়ন বিএনপি’র ভোটগ্রহণে নেতা নির্বাচিত

মোঃ এমদাদ মাগুরা: মাগুরা শ্রীপুর উপজেলার ৮ নং নাকোল ইউনিয়ন বিএনপি'র কাউন্সিল নির্বাচন অত্যন্ত আনন্দঘন উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত...

ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট উদ্যোগে চাকমা বর্ণমালা প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে । তাদের রয়েছে নিজস্ব...

মণিরামপুর ভূমি স”হকারীর কার্যালয় ‎৯ টার অফিস কয়টায় হয় স্ব’ক্রিয় দা”লাল চ’ক্র 

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ সরকারি সমস্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থলে যোগদান সংক্রান্ত বিষয়ে ঘোষিত গেজেট মোতাবেক প্রত্যেক  দপ্তরের প্রধান থেকে...