
মোঃ বুলবুল হোসেন:
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে, পরিবেশ বাঁচাতে পরিবেশবাদি সেচ্ছাসেবী সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে ৬৪ জেলায় বৃক্ষ রোপনের অংশ হিসেবে আজ ঈশ্বরদীর পুর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সবুজ পৃথিবী ঈশ্বরদী শাখার সভাপতি সেলিম সরদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সহিদ মাহমুদ।
উপস্থিত ছিলেন পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমসেদ আলী, সবুজ পৃথিবী ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, হাসান চৌধুরী,
সাংগঠনিক সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, প্রচার সম্পাদক দূর্জয় ইসলাম লিমন মন্ডল, সদস্য আনোয়ার হোসেন খান আল আমিন, সানি হোসেন পলাশ, মনিরুল ইসলাম প্রমুখ। বৃক্ষ রোপন শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরন করা হয়।
সবুজ পৃথিবীর এই বৃক্ষ রোপন ৬৪ জেলায় বাস্তবায়ন করা হবে বলে জানান সহিদ মাহমুদ।