Wednesday, November 5, 2025

সুষ্ঠু ও সুন্দরের মধ্য দিয়েই শেষ হলো ২৪ এর অম্বুবাচি’র ফাইনাল খেলা 

Date:

Share post:

জয়প্রকাশ মন্ডল  দ্বীপ,  অভয়নগর:

যশোর জেলার অন্তর্গত অভয়নগর থানার অদূরেই যশোর এবং খুলনার সীমানাবর্তী ভূলাপাতা , ছোট গ্রামটি অবস্থিত । “ সুস্থ দেহ ও সতেজ মন , খেলার মাঝেই গড়বো সুন্দর জীবন ” । এই শ্লোগানের প্রতিপাদ্যকে উপরেই স্হান দিয়ে গ্রামের যুব সমাজের উদ্দ্যোগে প্রতি বছরের মতো এই বছরও অম্বুবাচি উপলক্ষে চারদলীয় আন্তঃ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর আয়োজন । কালের বিবর্তনে যেমন সংকীর্ণ হয়ে আসছে ফসলী জমি আর খেলার মাঠ তেমনি তথ্যপ্রযুক্তির অতি উৎকর্ষ সাধনেও সংকীর্ণতায় ভুগছে নতুন প্রজন্ম । দিনের পর দিন খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে আপন কেন্দ্রবিন্দুতে সেই সাথে ধ্বংস হচ্ছে যুব সমাজ । বিশ্বায়নের যুগে সারা বিশ্ব মানুষের হাতের মুঠোয় থাকলেও ব্যক্তি মননশীলতায় অনেক পিছিয়ে নতুন প্রজন্ম ।
আজ ২৮/০৬/২০২৪ শুক্রবার বিকাল ০৪.৩০ ঘটিকায় ফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হয় ।

 

খেলাধুলা শুধু শরীর ও মনকে সতেজ রাখেনা বরং মানুষের চিত্ত বিনোদনেরও খোরাক যোগায় । বিশেষ করে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশ সুন্দর ও সুষ্ঠু রাখতে খেলাধুলার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে । হার কিংবা জিতের মধ্য দিয়েই দর্শকের খেলার আনন্দ সুনিশ্চিত হয় । আজ ফাইনাল খেলায় দুই দলেই অংশগ্রহণ করবে গ্রামের যুবকরা । মোহনবাগান বনাম আবাহনী ( প্রতীকী নাম ) দল দুটি আজ ফাইনালে মুখোমুখি হবে । মোহনবাগান দলের পক্ষে অধিনায়ক শিমুল মন্ডল এবং আবাহনী দলের পক্ষে অধিনায়কত্ব করেন হৃদয় মন্ডল । মাঠে খেলার সুষ্ঠু পরিবেশ রক্ষায় রেফারীর দায়িত্ব পালন করেন বাবু প্রদ্যুৎ কুমার হালদার এবং সহ পার্শ্ব রেফারীর দায়িত্ব পালন করেন মিল্টন মল্লিক এবং মিঠুন কুমার মন্ডল ।

 

খেলায় সার্বিক ভাষ্য প্রদান করেন বাবু সুজিত কুমার মন্ডল ( শিক্ষক ) দুই দলই নিজেদের বিজয় সুনিশ্চিত করতে মারমার কাঁটকাট অবস্থান নিয়ে নিজেদের অবস্থানে সক্রিয় । এইসময় মাঠে আরও উপস্থিত ছিলেন সুকুমার মন্ডল , বিকাশ মন্ডল , শীতল মন্ডল , কংকন মন্ডল , সুব্রত কুমার মন্ডল , প্রবীর মন্ডল , নিমাই মন্ডল , গুরুদাশ বিশ্বাস , দানবীর মন্ডল , প্রসেন মণ্ডল , দেবাশীষ বিশ্বাস , সনজিত মন্ডল , রতন কুমার মন্ডল , পঙ্কজ হালদার , পরাণ মন্ডল , বিশ্বজিৎ মহলদার প্রমুখসহ ভূলাপাতা গ্রামের গন্যমান্য ব্যক্তি বর্গ এবং ফুটবল প্রেমী হাজারো মানুষ । জরুরি সেবার কাজে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক মোঃ জসিমউদ্দিন । নব্বই মিনিটের খেলায় দল দুটি দুই / দুই গোলের মধ্যে দিয়ে খেলার সমতা রক্ষা করে । শেষ পর্যায়ে বিজয় নিশ্চিত করতে ট্রাইবেকারের মাধ্যমে আবাহনী চার এবং মোহনবাগান পাঁচ গোলের ব্যবধানে বিজয় লাভ করে । উপস্থিত দর্শকদের উপস্থিততে মোহনবাগানের অধিনায়কের হাতে বিজয় ট্রফি তুলে দেওয়া হয় । মনোরম , উৎসবমুখর আর শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই সুষ্ঠু ও সুন্দরভাবে খেলাটির পরিসমাপ্তি হয় ।

 

জ্ঞানের উৎকর্ষতার জন্য পড়ালেখা যেমন গুরুত্বপূর্ণ তেমনি পাশাপাশি শরীরের সুস্থতা ও মনকে চির সতেজ রাখতে খেলাধুলারও নেই কোন বিকল্প । সব বাঁধার পাহাড় ডিঙিয়ে নতুন প্রজন্মকে খেলাধুলায় উজ্জীবিত হতে হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে কুকুরের আক্র”মনে ৭২ ঘন্টায় মৃ”ত্যু ১আ’ক্রান্ত ১৭জন! সর্বত্র কুকুর আ’তংক

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ দেশের অন্যতম বৃহত্তর উপজেলা যশোরের মণিরামপুরে সর্বত্রই এখন বেওয়ারিশ কুকুর আতংক বিরাজ করছে। কুকুরের আক্রমন...

রামনগরে সতীঘাটায় জননেতা তরিকুল ইসলামের ৭ তম মৃ’ত্যুবার্ষিকী পালন

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে ০ ৬ নং ওয়ার্ড সতীঘাটায় রূপকার বিএনপি স্থায়ী কমিটির...

সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইলে গণপ্রতিরোধ গড়ে তোলার ডাক মমতার

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: এস আই আর ও এন আর সি নাম করে যদি পশ্চিম বাংলার সাধারণ...

সতীঘাটায় সড়ক দুর্ঘ”টনায় গৃহবধূ আহ”তের ঘটনায় সড়ক অব”রোধ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের সতীঘাটায় সুমনা (৩৫)নামে এক গৃহবধূ সড়ক দুর্ঘটনায় আহতের ঘটনায় ঘন্টা ব্যপি সড়ক অবরোধ...