Monday, August 25, 2025

মালয়েশিয়ায়  ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনীর জন্য ‘বেস্ট এ্যাকটিভিটিস এ্যওয়ার্ড’ পেল বাংলাদেশ

Date:

Share post:

শরিফুল খান প্লাবন:
মালয়েশিয়ার সেলানগর প্রদেশের সাইবারজায়ায় অবস্থিত প্রখ্যাত মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে (এম এম ইউ) অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এক্সপোতে   ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনীর জন্য ‘বেস্ট এ্যাকটিভিটিস এ্যওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ হাইকমিশনে বৃহস্পতিবার (২৭ জুন ২০২৪) বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসানের কাছে এ্যাওয়ার্ড ’ হস্তান্তর করেন  মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সোসাইটির উপদেষ্টা খালিদ ফাইয়াজ মোহাম্মদ এবং একই বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এক্সপো- এর হেড অব একটিভিটিস ডিপার্টমেন্ট, টেংকু আলিশা সাবরিনা বিনতি টেংকু এরউইন মারটিনো  । এ সময়, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর এবং প্রথম সচিব ( রাজনৈতিক) মিজ্ রেহানা পারভীন  উপস্থিত ছিলেন।
২০-২৩ জুন ২০২৪ পর্যন্ত মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে এ আন্তর্জাতিক এক্সপো অনুষ্ঠিত হয়। মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে শুক্রবার (২১ জুন, ২০২৪) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র “মুজিব: একটি জাতির রূপকার” প্রদর্শনের আয়োজন করে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
মালয়েশিয়ায়   বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান ও তার সহধর্মিনী পেন্ডোরা চৌধুরী , মালয়েশিয়ায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বি এন রেড্ডি  মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অধ্যাপক দাতো ড. মাজলিহাম মোঃ সৌদ  পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মালয়েশিয়ার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , বিভিন্ন  দেশের কূটনীতিক কোরের সদস্য ,  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক  শিক্ষার্থী, ফ্যাকাল্টি মেম্বার, স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ,   মালয়েশিয়ায়   বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ,  সাংবাদিক এবং   হাইকমিশনের  কর্মকর্তাবৃন্দ সপরিবারে  চলচ্চিত্রটি উপভোগ করেন। বিভিন্ন দেশের দর্শকগণ সিনেমার নির্মাণশৈলীর প্রশংসা করেন। বঙ্গবন্ধুর আপোষহীন  সংগ্রাম, দেশের প্রতি গভীর  মমত্ববোধ এবং বিপথগামীদের হাতে তার সপরিবারে মর্মান্তিক মৃত্যু দেখে দর্শকরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
উল্লেখ্য, ২৩ জুন ২০২৪ ইন্টারন্যাশনাল এক্সপো-এর শেষ দিনে  মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির ‘গালা নাইট’-এ  এ্যওয়ার্ড ঘোষণা করা হয়। মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির ৩ জন  বাংলাদেশী ছাত্র নেতা  উক্ত ইউনিভার্সিটির প্রেসিডেন্ট- এর নিকট হতে এই এ্যাওয়ার্ড গ্রহণ করেন। এক্সপোতে ৬ ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড দেয়া হয়। বাংলাদেশ ‘বেস্ট এ্যাকটিভিটিস’ ক্যাটেগরিতে বিজয়ী হয়।  বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান বিশেষ  অতিথি হিসেবে এ আয়োজনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অন্যান্য অতিথিসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
‘গালা নাইট ‘ -এ একজন প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী নৃত্য পরিবেশন করেন। এছাড়া, এক্সপোতে অন্যান্য দেশের পাশাপাশি  প্রবাসী নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম  উই স্টল স্থাপন করে যেখানে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি  ঐতিহ্যবাহী খাবার পরিবেশিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সিরাজগঞ্জ রায়গঞ্জে ৬ লা’খ টাকা সহ এক বিকাশ কর্মী নি”খোঁ’জ

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকা সহ অফিসে ফেরার পথে নাজমুল হাসান রুবেল নামে এক...

ফুলবাড়ীতে পরিবারের সাথে অ/ভিমান ক/রে গলায় ফাঁ/স দিয়ে যুবকের আ”ত্মহ”ত্যা

আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারের লোকজনের সাথে অভিমান করে মিলন(২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে...

সিরাজগঞ্জ সদরে স্ত্রীকে কু/পিয়ে হ/ত্যা/র অ’ভিযোগে এক যুবককে আ’টক

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে আটক করে...

উস্তি গ্রাম পঞ্চায়েতের অধীনে পালিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড অধীনে...