প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ১০:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৪, ১১:৫১ এ.এম
মণিরামপুরে ছিটকাপড় ও টেইলর্স মালিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন

যশোরের মণিরামপুর বাজার যুব ছিটকাপড় ও টেইলর্স মালিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। যশোর মনিরামপুর ছিটকাপড় ও টেইলার্স মালিক সমিতির অস্থায়ী কার্য্যালয়ে এক জরুরী আলোচনার মাধ্যমে গত বৃহস্পতিবার ১১ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি করা হয়েছে তাজাম্মুল টেইলার্সের সত্ত্বাধিকারী মোঃ তাজাম্মুল হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মর্ডান ক্লথের সত্ত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম।
সকলের সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি নন্দন ক্লথের সসত্ত্বাধিকারী অলোক কুমার নন্দন, যুগ্ম সম্পাদক শফিক টেইলর্সের শফিকুল ইসলাম, সাংগঠনিক এম আর ক্লথের মোঃ রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ কবির স্টোরের মোঃ ইলিয়াস হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক এস এম ক্লথের মোঃ আনছার আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাসান ক্লথের মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য বি এল ক্লথের জাহাংগীর আলম মাষ্টার টেইলর্সের মোঃ আব্দুস সাত্তার ও কুন্ডু ক্লথের নিলয় কুন্ডু।
নবগঠিত এ কমিটির মেয়াদ দুই বছর বলে জানিয়েছেন নবগঠিত সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।