Saturday, July 26, 2025

স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সাথে মাসিক চুক্তিতে রাজধানীর ডেমরা যাত্রাবাড়ী শ্যামপুর এলাকার ওয়াসিং কারখানা গুলোতে চলছে সীমাহীন অনিয়ম

Date:

Share post:

নিজস্ব প্রতিনিধিঃ

পোশাক খাতের টেক্সটাইল ডাইং ও ওয়াশিং ব্যবসা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। কিন্তু শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণহীনতা ও পরিবেশ অধিদপ্তরে অলসতার কারণে পানি ও পরিবেশের দূষণ মাত্রা বাড়ছে প্রতিনিয়ত।
বিশেষত ওয়াশিং কারখানার বর্জ্য পানি দূষণ চরম আকার ধারণ করছে। পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং তরল বর্জ্য পরিশোধনার (ইটিপি) নির্মাণ ছাড়া তরল বজ্র সরাসরি ড্রেনের মাধ্যমে নগরীর বিভিন্ন খালে ফেলছে এর ফলে শুধু আশেপাশের এলাকায় নয় দূষিত হচ্ছে নদীর পানি তবুও দিনের পর দিন পরিচালিত হচ্ছে একাধিক ওয়াশিং কারখানা অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলো নিয়মের কোন তোয়াক্কাই করে না এমনকি তাদের (ইটিপি) স্থাপন করার মত কোন জায়গা নেই।

অন্যদিকে (ইটিপি) ব্যবহার না করে তরল বজ্র নিঃসরণ করা হলে ড্রেন বা খাল দিয়ে তা নদীতে মিশে যাচ্ছে, যা পরিবেশের জন্য ভয়াবহ রাজধানীর ডেমরা যাত্রাবাড়ী ক্ষতি ডেকে আনছে বলে মনে করছে পরিবেশ অধিদপ্তর স্থানীয় সূত্রে জানা যায় প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তরে বিভিন্ন কর্মকর্তাকে মাসিক চুক্তির মাধ্যমে চলছে এসব অবৈধ প্রতিষ্ঠান। সন্ধান মিলেছে এমন কয়েকটি প্রতিষ্ঠান। যাত্রাবাড়ী থানাধীন কাজলা ভাঙ্গা প্রেস আলামিন ওয়াশিং কারখানা, ডেমরা থানাধীন মাতুয়াইল এর কদমতলী এলাকায় লাক্স ওয়াশিং কারখানার, শ্যামপুর থানাধীন (২১৬ইস্ট) নামাশ্যামপুর জিয়া সরণী রোডস্থ টি এস ওয়াশিং কারখানা, মীরহাজিরবাগ বউ-বাজার ঢাকা ওয়াসিং কারখানা।

এসব কারখানার কাপড় ওয়াশ করার সময় যেসব কেমিক্যাল বর্জ্য বের হচ্ছে সেগুলো (ইটিপি) ব্যবহার না করার কারণে ক্ষতিকর তরল বজ্র নগরীর বিভিন্ন খালে গিয়ে নির্গত হচ্ছে। যার কারণে পরিবেশ ও জলজ এর ক্ষতিসাধন ও নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। কিছু কারখানা সাইনবোর্ড পর্যন্ত পাওয়া যায়নি।এ ধরনের ছোট বড় কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, শিশু শ্রমসহ শ্রমিকদের বেতন বাজার মূল্যের চেয়ে কম দেওয়া হয়।পরিবেশ গবেষণাগারের কর্মকর্তা বলছেন, পোশাক খাতের ওয়াশিং টেক্সটাইল ডাইং ও অন্যান্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য (ইটিপি) ব্যবহার বাধ্যতামূলক। কারণ এ শিল্প গুলো থেকে যে তরল বর্জ্য নির্গত হয়, সেগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে রামনগর ইউনিয়ন পরিষদে স্ব’ল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ

ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যের কার্ডধারীদের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্যসামগ্রী...

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার শহরের বহু এলাকা

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল দিল্লীর মৌসম ভবন থেকে আগাম সতর্কতা জারি হিসেবে বলা হয়েছিল যে আগামী...

ট্রেনিং বিমান দু’র্ঘটনায় নি’হতদের স্ম’রণে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল

শরিফুল খান প্লাবন: শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সম্প্রতি রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত...

রামনগর ইউনিয়নে ১৭০টি ভাতা বই বিতরণ এজেন্ট ব্যাংকের বি’রুদ্ধে অর্থ কাটার অ’ভিযোগ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে মোট ১৭০টি ভাতা বই বিতরণ করা হয়েছে। এর...