Thursday, November 6, 2025

পাইকগাছা ভূমি অফিস সমাচার কেরানী আঃ বারী এক যুগে কোটিপতি বদলি হলেও রয়েছে বহাল

Date:

Share post:

পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ

পাইকগাছা উপজেলার ভুমি অফিসের প্রধান সহকারী আব্দুল বারী এক যুগের বেশি সময়কাল কর্মরত থেকে অফিসটিকে দুর্নীতি সর্গ রাজ্যে পরিনত করেছেন। একাধিক বার বদলি হলেও তা বাতিল করতে সক্ষম হন তিনি। তার কথা উর্ধতন কর্তৃপক্ষ কে ম্যানেজ করে চাকুরী করি। বদলি করবে কে? তথ্যানুসন্ধানে জানা যায়, পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের প্রধান সহকারী আঃ বারী একই সাথে তিনি ভি,পি সহকারী ও নাজিরের দায়িত্ব পালন করেন তিনি।

এসব দায়িত্ব পালন কালে তিনি জনগণের কাছ থেকে নানাবিধ অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। যে টাকা দিয়ে নিজ নামে, স্ত্রীর নামে ও বেনামে কোটি টাকার জমা জমি ক্রয় করেছেন। রয়েছে পার্টনারশীপের একাধিক ব্যবসা।জানা যায়, গত ২০১৪ সালে আঃ বারি পাইকগাছা ভূমি অফিসে যোগদান করেন। যোগাদানের পর থেকে তিনি ফুলে ফেপে কলা গাছে পরিনত হয়েছেন। পারিবারিক ভাবে তার জন্ম কয়রা উপজেলার এক পল্লির দরিদ্র পরিবারে।

সেখান থেকে আজ তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন সামান্য কেরানীর চাকুরী করে। আঃ বারি গত ০৩ নভেম্বর ২০২০ তারিখে ২৯৩৫ নম্বর দলিলে তার স্ত্রী রাফসানা খাতুনের নামে পাইকগাছা পৌরসভার সরল মৌজায় জনৈক মনোরঞ্জন এর কাছ থেকে ১২ লক্ষ টাকায় তিন শতক জমি খরিদ করেন। জমি খরিদের সাত মাস যেতে না যেতেই গত ১৪ ই জুন ২০২১ তারিখে পৌরসভার বাতিখালী মৌজার ১৭২৭ নং দলিলে শেখ শহিদুল ইসলামের কাছ থেকে ৫৬ লক্ষ টাকায় ৪ শতক জমি খরিদ করেন। এ- ছাড়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন মৌজায় কোটি কোটি টাকার জমি খরিদ করেছেন নামে বে- নামে মর্মে জনশ্রুতি রেয়েছে। তা- ছাড়া আঃ বারী পাইকগাছা একটি প্রাইভেট ক্লিনিক দুটি ও জুয়েলারী দোকানে যৌথ মাকিনায় ব্যবসা রয়েছে।

তিনি অর্পিত জমি (ভি,পি) ডি,সি, আর নবায়নের ক্ষেত্রে নানা রকম ফাক ফাঁকর খুঁজে এবং দুই পক্ষ কে ডেকে বিরোধ বাঁধিয়ে দিয়ে মামলার শুনানি নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেন ও নিচ্ছেন। এ ধরনের অভিযোগ রেয়েছে অগনিত। যার মধ্যে জৈনক রজব আলী অভিযোগ করে বলেন আঃ বারী তাকে ক্ষতি গ্রস্থ করায় তিনি খুলনা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন ১১ ই মার্চ ২০ ২৪ তারিখে স্মারক মোতাবেক ০৫.৪৪.৪৭০০.০৩১.১৯.০০৭২৪- ২৫১(১০) আঃ বারিকে পাইকগাছা উপজেলা ভূমি অফিস থেকে কয়রা উপজেলা ভূমি অফিসে বদলির আদেশ দেন।

এ আদেশের দু মাস অতিবাহিত হলেও তা আজও কার্য্যকরী হয়নি। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিন জানান, বদলি হয়েছে জানি তবে নতুন কর্মস্থলে যাচ্ছেন না কেন তা জানি না। যিনি বদলি করেছেন তিনি বদলি কার্য্যকরী করবেন। পাইকগাছার ভুক্তভোগী জনগণ অনতিবিলম্বে দুনীতিবাজ আঃ বারী বদলি কার্য্যকরী করার জন্য খুলনা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে অবৈ’ধযানে কে’ড়ে নি’লো ২টি তা’জা প্রা”ন এলাকায় শো”কের ছা”য়া

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকার রনজিত দাস যিনি পেশায় একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রী...

নড়াইলে সদরে ৭ লক্ষ টাকার ন”কল বীজ ধংশ ব্যবসায়ীকে  জ”রিমানা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় বিপুল পরিমাণ ভেজাল বীজ জব্দ ও ধংশ করা হয়েছে। এ ঘটনায়...

যশোরে মির্জা ফখরুল ইসলামের আগমনে মণিরামপুরে শুভেচ্ছা মিছিল-ও লিফলেট বিতরণ

এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: ৬ই নভেম্বর, যশোর টাউনহল ময়দানে, সাবেক মন্ত্রী, ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত...

বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন বিএনপির আয়োজনে আনন্দ মিছিল

রিপন বগুড়া প্রতিনিধি ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত হওয়ায় মঙ্গলবার...