Friday, November 7, 2025

যশোর মণিরামপুর মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা  আটক ২

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর মণিরামপুর মহাসড়কের কুয়াদাস্থ আটমাইল জামতলা নামক স্থানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা ও ড্রাইভারকে মারপিটের ঘটনা ঘটেছে। আজ ২১ এপ্রিল রবিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি  বাস রাজগঞ্জ থেকে  যশোর – মনিরামপুর মহাসড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে চুকনগর- যশোর একটি লোকাল বাস বিশ্ববিদ্যালয়ের বাসে ধাক্কা দিয়ে লুকিং গ্লাস ভেঙ্গে দিয়ে চলে আসে। বিশ্ববিদ্যালয়ের বাসটি লোকাল বাসটিকে ধাওয়া দিলে কুয়াদা আটমাইল জামতলা চেকপোস্টে এসে পৌছালে তাদেরকে ধরতে সক্ষম হয়।
এসময় উভয়গাড়ীর ড্রাইভার ও হেলপারের মধ্যে বাগবিতন্ডা চলাকালে হাতাহাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় কুয়াদা আটমাইল জামতলা নামক স্থানে লোকাল বাস মালিক সমিতির চেকপোস্টে থাকা চেকারবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার ও হেলপারকে মারধর ও গাড়িতে থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের লাঞ্চিত করেন। উপায়ন্তর না দেখে বিশ্ববিদ্যালয়ের গাড়ির ড্রাইভার গাড়িটিকে রাস্তার মাঝ বরাবর আড় করে দিয়ে সড়ক অবরোধ করেন এবং মনিরামপুর থানায় ফোন করেন। খবর পেয়ে, মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, এসআই প্রসেনজিৎ, এসআই আবুল বাশার, এএসআই ফিরোজসহ সঙ্গীয় ফোর্সসহ ও চুকনগর হাইওয়ে পুলিশ এবং যশোর জেলা পরিবহন শ্রমিক সংস্থা ২২৭ এর সভাপতি প্রার্থী সেলিম রেজা মিঠুসহ আরো অনেক নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে হাজির হন এবং শিক্ষক, শিক্ষার্থী ও পুলিশের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
এ ঘটনায় মনিরামপুর থানা পুলিশ ২জনকে আটক করে থানায় নিয়ে যান এবং অভিযুক্ত বাকি সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। পরে মনিরামপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সহায়তায় রাস্তায় যান-বাহন স্বাভাবিক করা হয়। স্থানীয় জনগণ অতি দ্রুত এই চেকপোস্ট বন্ধ করার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরিকুল ইসলাম ছিলেন আজীবন সংগ্রামী কিংবদন্তিতুল্য নেতা- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী...

চির”নিদ্রায় শা’য়িত হলেন শ্রীপুরের হারেজ আলী মোল্লা জানা’যায় মানুষের ঢল 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের সন্তান , আইন ও বিচার বিভাগের সচিব মোঃ লিয়াকত আলী...

কঠোর নিরাপত্তার মধ্য চলেছে বিহারের প্রথম দফায় ভোট

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকাল থেকে শুরু হয়েছে ভারতের বিহার রাজ্যের প্রথম দফায় ভোট পর্ব। এদিন...

মণিরামপুরে অবৈ’ধযানে কে’ড়ে নি’লো ২টি তা’জা প্রা”ন এলাকায় শো”কের ছা”য়া

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকার রনজিত দাস যিনি পেশায় একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রী...