Wednesday, July 23, 2025

পাটগ্রামে নেই কোন পর্যটন কেন্দ্র, পর্যটকরা ছুটছে পথে প্রান্তে

Date:

Share post:

মিঠু মুরাদ, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা হতে পারে পর্যটনের শহর। এ উপজেলায় রয়েছে বিভিন্ন বিখ্যাত স্থান। আর সেই স্থান সমূহকে ঘিরে পাটগ্রামকে পর্যটন শহর গড়ার উজ্জ্বল সম্ভাবনা থাকলেও নেই কোন সরকারি উদ্যোগ। আর এই উদ্যোগ বাস্তবায়ন করলে সরকার পাবে কোটি টাকা রাজস্ব।

পাটগ্রামের রাবার ড্যাম, কাউয়ামারী এলাকার ধরলা সেতু সমূহে পর্যটন শিল্প গড়ে তোলা সম্ভব। এছাড়াও তিন বিঘা করিডোরের দুই পার্শ্বে জায়গা ও বিভিন্ন রকমের ফুল ও ফলের গাছ লাগানো এবং দৃষ্টিনন্দন ও সৌন্দর্য্য ব্যবস্থা করা। উপজেলার বুড়িমারী ইউনিয়নের জিরো পয়েন্ট এবং বাঁধের মাথা এলাকায় বিনোদন কেন্দ্র স্থাপন করা যেতে পারে।
পাটগ্রাম ধরলা নদীতে নির্মিত রাবার ড্যাম ও কাউয়ামারী ধরলা ব্রিজের পাশে বিভিন্ন রকমের ফুল ও ফলের গাছ লাগানো, নদীতে পায়ে চালিত নৌকা, স্পীড বোর্ড দেওয়া, মিনি রেষ্টুরেন্ট সহ বিভিন্ন দোকান করা যাবে।

উপজেলার সরকারী খাস জমির বড় মাঠে হতে পারে শিশুদের বিনোদনের জন্য শিশুপার্ক। পর্যটন কেন্দ্র না থাকায় এই সব জায়গায় গুলোতে ভিড় সবচেয়ে বেশি ভ্রমণপিয়াসীদের। এছাড়াও উপজেলার বিভিন্ন স্পটে ঢল নেমেছে পর্যটকদের।
হাতিবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ অনার্স ১ম বর্ষের ছাত্র মাহামুদ হাসান বলেন, ‘আমি হাতিবান্দা থেকে ঘুরতে এসেছি। এখানে ভালো কোন পর্যটন কেন্দ্র না পাওয়ায় কাউয়ামারী ধরলা সেতু আসলাম তবে এখানে যদি একটু সরকারি সহযোগিতায় ভালো একটি বিনোদন কেন্দ্র বানানো সম্ভব হতো তাহলে ভালো হতো’।

পাটগ্রাম আদর্শ ডিগ্রী কলেজর দ্বাদশ শ্রেণীর ছাত্র শাহ্ পরান আল জিসান বলেন, ‘বুড়িমারী স্থলবন্দরের মধ্যে সুন্দরতম একটি জায়গা হচ্ছে বাঁধের মাথা, যেখানে কোন ধুলাবালি ইেন, রয়েছে অপরূপ দৃষ্টির প্রকৃতি যেদিকেই চোখ জুরালে প্রশান্তিতে চোখ জুড়িয়ে যায়। তবে একটি পর্যটন কেন্দ্র গড়ে ঊঠলে বেশ ভালো হবে’।

পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজের ছাত্র মেহেদী হাসান বলেন, ‘আমি আমার বন্ধু সহ ঘুরতে বের হয়েছি আলহামদুল্লিাহ পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থান ঘুরাঘুরি করলাম। তবে পাটগ্রামে তেমন কোন ভালো বিনোদন কেন্দ্র নেই যদি থাকতো তাহলে আরো ভালো লাগতো’।
স্থানীয়দের দাবী, ‘সরকারের উদ্দ্যোগে এ স্থান সমূহ রক্ষনাবেক্ষন করে একটি পর্যটন কেন্দ্র স্থাপন করা হলে এলাকার পরিচিতি ও সুনাম আরো বেড়ে যাবে।

শুধু পরিকল্পনা ও সিন্ধান্তহীনতার অভাবে হারিয়ে যাচ্ছে পাটগ্রামের ঐতিহাসিক স্থান সমূহের ইতিহাসঐতিহ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু নজর দিলেই হতে পারে পাটগ্রাম দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এ বিষয়ে পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট বলেন, ‘আমাদের বিনোদন কেন্দ্র ও শিশুপার্ক করার পরিকল্পনা রয়েছে। সরকারি কোন সহযোগিতা পেলে খুবই দ্রুত শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র আমরা স্থাপন করব’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদায় রামনগর ০৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:   যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে ০৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের...

ভু’য়া ভোটার ও আদালতের নি’ষেধাজ্ঞা উপেক্ষা করে মাদ্রাসায় প্রহসনের নির্বাচন

জামালপুর প্রতিনিধি: ভোটার তালিকায় অসংখ্য ভুল, আদালতের নিষেধাজ্ঞা, বৈধ প্রক্রিয়া উপেক্ষা করে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত...

নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের জমি দ’খল অতঃপর উ’চ্ছেদ নোটিশ জারী

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী এলাকায় পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) কর্তৃক অধিগ্রহণকৃত সরকারি জমি জবরদখল...

খাগড়াছড়ির রামগড়ে ৭ বছরের শিশু ধ’র্ষণে’র শিকা’র  গ্রে’ফতা’র চা দোকানদার 

খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়নে ৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ শাহিন (৫৩) নামের এক চা...