Saturday, December 6, 2025

মনিরামপুরে অসহায় মানুষের জন্য কাজ করে যচ্ছে  স্বেচ্ছাসেবী সংগঠন (FCBF)

Date:

Share post:

মোঃ আরিফুল ইসলাম (আরিফ) রাজগঞ্জ:

করোনার সময়ে যখন পুরো বিশ্ব হিমসিম খেয়ে চলেছে তখন ২০২০ সালের ১৩ই সেপ্টেম্বর রবিবার ১৩ জন বন্ধুদের আড্ডায় সোহেল হোসেন (প্রতিষ্ঠাতা FCBF) প্রস্তাব রাখেন সমাজের জন্য কিছু করার । সোহেল হোসেনের উদ্যোগে এবং বন্ধুদের যৌথ সিদ্ধান্তে সেদিন জন্ম হয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং নাম রাখা হয় ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF ।

অতঃপর ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর বুধবার আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু হয় রক্তদানের মাধ্যমে । সেই দিনটি’কে স্মরণীয় করে রাখার জন্য প্রতিষ্ঠা’সময় ধরা হয় ১৬ সেপ্টেম্বর ২০২০ । এই প্রতিষ্ঠা লগ্নে যাদের অবদান ছিলো তারা হলেন সোহেল হোসেন, রেজওয়ান আহমেদ রিফাত, সবুজ হোসেন ও রাকিবুল হাসান পলাশ ।

এই ৪ জন ব্যক্তির নেতৃত্ব স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF এর কার্যক্রম চলতে থাকে । বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা দুই শতাধিক। রক্তদানের ক্ষেত্রে গ্রামের মানুষ অনেক অসচেতন থাকার কারণে তখন তাদের রক্ত ম্যানেজ করতে অনেক পরিশ্রম করতে হতো । সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের পরিচিত বড় ভাই, বন্ধু, ছোট ভাই সবাইকে রক্তদানের উপকারীতা বিষয়ে সচেতন করতে থাকে এবং পাশাপাশি সদস্য হতে উৎসাহিত করতে থাকে । ধীরে ধীরে একটা সময় তাদের সদস্য বৃদ্ধি পেতে থাকে এবং সেচ্ছায় রক্তদানের পরিমাণ বাড়তে থাকে ।

সমাজে রক্তের পাশাপাশি আরও বিভিন্ন সমস্যা বিদ্যমান তখন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF এর মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণেন সিদ্ধান্ত গ্রহণ করেন । তাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলার পেছনে মূলমন্ত্র ছিলো তাদের অঞ্চলের অসচেতন মানুষ’কে সচেতন করা এবং মনিরামপুর উপজেলা ব্যাপি সমাজসেবা করা । যখন যার যেটা প্রয়োজন হবে তখন তাদের পাশে আমরা ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF পরিবার সহযোগিতার হাত বাড়িয়ে দিবে । ইতিমধ্যে সংগঠনটি ৮ টি পরিকল্পনা নিয়ে কাজ বিদ্যমান । ১. সেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন । ২. মক্তব ও মসজিদ মাদ্রাসায় সহযোগিতা প্রদান । ৩. চিকিৎসা সেবা ও সহায়তা প্রদান । ৪. স্বাবলম্বী প্রজেক্ট বাস্তবায়ন । ৫. দরিদ্র ও অসহায় মানুষের সাহায্য প্রদান । ৬. শিক্ষা খাতে উন্নয়ন কর্মসূচি । ৭. মাদক প্রতিরোধ কর্মসূচি গ্রহণ । ৮. বৃক্ষরোপন কর্মসূচি ।

এছাড়াও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ, হুইলচেয়ার বিতরণ ,ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় মানুষকে খাদ্য দিয়ে সহযোগিতা, এতিম ও অসহায় বাচ্চাদের পোশাক সহ বিভিন্ন আর্থিক সহযোগীতা সহ সকল প্রকার সামাজিক ও মানবিক কাজ করছে । তাদের এই কর্মকান্ড নিজ উপজেলা ব্যাতিত পাশ্ববর্তী উপজেলা কেশবপুর এবং যশোর কোতয়ালি থানায় ব্যপক হারে সাড়া ফেলেছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সকল বাঁ’ধা কে তু’ড়ি মেরে ঐতিহাসিক বাবরি মসজিদ শিলান্যা”স করলেন হুমায়ূন কবির

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে পশ্চিম বাংলার বেলডাঙ্গা তে নতুন করে নির্মাণ কাজ শুরু হয়েছে ঐতিহাসিক...

রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: খুলনা রেলওয়ে জেলার বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন নাভারণ এলাকায় রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে তৌহিদুল ইসলাম...

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দী’র্ঘায়ু কা’মনায় মনিরামপুরে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: মনিরামপুর, যশোর, ৪ ডিসেম্বর ২০২৫: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়...

যশোর-৫ এ বিএনপির প্রার্থী এডভোকেট শহীদ ইকবাল ঘোষিত

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ সমস্ত জল্পনা-কল্পনার অবসান শেষে সংসদীয় আসন যশোর ৫ মণিরামপুরে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন বরাদ্দের কেন্দ্রীয়...