Wednesday, October 15, 2025

মনিরামপুরে অসহায় মানুষের জন্য কাজ করে যচ্ছে  স্বেচ্ছাসেবী সংগঠন (FCBF)

Date:

Share post:

মোঃ আরিফুল ইসলাম (আরিফ) রাজগঞ্জ:

করোনার সময়ে যখন পুরো বিশ্ব হিমসিম খেয়ে চলেছে তখন ২০২০ সালের ১৩ই সেপ্টেম্বর রবিবার ১৩ জন বন্ধুদের আড্ডায় সোহেল হোসেন (প্রতিষ্ঠাতা FCBF) প্রস্তাব রাখেন সমাজের জন্য কিছু করার । সোহেল হোসেনের উদ্যোগে এবং বন্ধুদের যৌথ সিদ্ধান্তে সেদিন জন্ম হয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং নাম রাখা হয় ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF ।

অতঃপর ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর বুধবার আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু হয় রক্তদানের মাধ্যমে । সেই দিনটি’কে স্মরণীয় করে রাখার জন্য প্রতিষ্ঠা’সময় ধরা হয় ১৬ সেপ্টেম্বর ২০২০ । এই প্রতিষ্ঠা লগ্নে যাদের অবদান ছিলো তারা হলেন সোহেল হোসেন, রেজওয়ান আহমেদ রিফাত, সবুজ হোসেন ও রাকিবুল হাসান পলাশ ।

এই ৪ জন ব্যক্তির নেতৃত্ব স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF এর কার্যক্রম চলতে থাকে । বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা দুই শতাধিক। রক্তদানের ক্ষেত্রে গ্রামের মানুষ অনেক অসচেতন থাকার কারণে তখন তাদের রক্ত ম্যানেজ করতে অনেক পরিশ্রম করতে হতো । সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের পরিচিত বড় ভাই, বন্ধু, ছোট ভাই সবাইকে রক্তদানের উপকারীতা বিষয়ে সচেতন করতে থাকে এবং পাশাপাশি সদস্য হতে উৎসাহিত করতে থাকে । ধীরে ধীরে একটা সময় তাদের সদস্য বৃদ্ধি পেতে থাকে এবং সেচ্ছায় রক্তদানের পরিমাণ বাড়তে থাকে ।

সমাজে রক্তের পাশাপাশি আরও বিভিন্ন সমস্যা বিদ্যমান তখন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF এর মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণেন সিদ্ধান্ত গ্রহণ করেন । তাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলার পেছনে মূলমন্ত্র ছিলো তাদের অঞ্চলের অসচেতন মানুষ’কে সচেতন করা এবং মনিরামপুর উপজেলা ব্যাপি সমাজসেবা করা । যখন যার যেটা প্রয়োজন হবে তখন তাদের পাশে আমরা ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF পরিবার সহযোগিতার হাত বাড়িয়ে দিবে । ইতিমধ্যে সংগঠনটি ৮ টি পরিকল্পনা নিয়ে কাজ বিদ্যমান । ১. সেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন । ২. মক্তব ও মসজিদ মাদ্রাসায় সহযোগিতা প্রদান । ৩. চিকিৎসা সেবা ও সহায়তা প্রদান । ৪. স্বাবলম্বী প্রজেক্ট বাস্তবায়ন । ৫. দরিদ্র ও অসহায় মানুষের সাহায্য প্রদান । ৬. শিক্ষা খাতে উন্নয়ন কর্মসূচি । ৭. মাদক প্রতিরোধ কর্মসূচি গ্রহণ । ৮. বৃক্ষরোপন কর্মসূচি ।

এছাড়াও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ, হুইলচেয়ার বিতরণ ,ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় মানুষকে খাদ্য দিয়ে সহযোগিতা, এতিম ও অসহায় বাচ্চাদের পোশাক সহ বিভিন্ন আর্থিক সহযোগীতা সহ সকল প্রকার সামাজিক ও মানবিক কাজ করছে । তাদের এই কর্মকান্ড নিজ উপজেলা ব্যাতিত পাশ্ববর্তী উপজেলা কেশবপুর এবং যশোর কোতয়ালি থানায় ব্যপক হারে সাড়া ফেলেছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে মি”থ্যা চু”রি মা/ম/লা দিয়ে ফাঁ/সা/নোর প্র/তিবাদে মানব”বন্ধন ও বি”ক্ষোভ মি’ছিল

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে চুরি মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন...

গোদাগাড়ী বাসীর অঙ্গিকার পানির ন্যায্য অধিকার হযরত আলী

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী: পানি নিয়ে বৈষম্য গোদাগাড়ীর মাটিতে মেনে নেওয়া হবে না। গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের...

বগুড়ার নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩টি ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন

রিপন বগুড়া প্রতিনিধির ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির ১,২,৩ নং ওয়ার্ড সেন্টার...

মোংলায়  এক যুবককে কাঠের লা”ঠি দিয়ে পি”টিয়ে জ”খ’ম হ*ত্যা

আশিক বিশ্বাস মোংলা প্রতিনিধি: সোমবার ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মোংলা ইপিজেড গার্মেন্টসে যাচ্ছিলেন মহিদুল শেখ। সকাল সোয়া ৭টার...