Tuesday, November 25, 2025

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মদ পাসপোর্ট মোটরসাইকেল মাস্টার চাবিসহ গ্রেফতার ৫ 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৩টি সফল অভিযানে ১১ বোতল বিদেশী মদ, ০৩ টি ভারতীয় পার্স পোর্ট, ০১ টি চোরাই মোটরসাইকেল, ০২ টি মাস্টার চাবি উদ্ধার সহ গ্রেফতার ০৫। ০৭ মার্চ্ ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ, এসআই(নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম, এএসআই(নিঃ)/ নিরমল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২৩.৪৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন পৌরসভাস্থ বকচর ৯নং ওয়ার্ড্ এর টিবি হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী (ভারতীয় নাগরিক)

১। মোঃ শহিদুল ইসলাম শহিদ(৩৫), পিতা-মৃত আব্দুল খালেক শেখ, সাং-নরেন্দ্রপুর শেখ পাড়া, থানা-কোতয়ালী, ২। মোঃ নাজিম উদ্দিন নিত্ত(৪১), পিতা-মোঃ আফতাব মোড়ল, সাং-বড় বসন্তপুর, থানা-শার্শা, উভয় জেলা-যশোর দ্বয়কে কে ০১ টি চোরাই মোটরসাইকেল এবং ০২ টি মাস্টার চাবি সহ গ্রেফতার করেন।

এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ আফিুল ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন। অনুরূপভাবে (০৭ মার্চ্ ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ কাজী আব্দুল মান্নান, এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এএসআই(নিঃ)/ গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই(নিঃ)/ এসএম ফোরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ সকাল ১০.৪০ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া বাজার মোড়ে জনৈক মোঃ গোলাম সরোয়ার এর মুদি দোকানের সামনে চাঁচড়া মোড় টু মুড়লী মোড় গামী পাঁকা রাস্তার উত্তর পাশে হইতে আসামী (ভারতীয় নাগরিক)

১। ববরুবহন ঘোষ(৫০), পিতা-মৃত শান্তিপদ ঘোষ, মাতা-গীতা ঘোষ, সাং-হিরাপোল, থানা-হাবড়া, জেলা-উত্তর চব্বিশ পরগনা, ভারত কে ০৫ বোতল বিদেশী মদ এবং ০১ টি ভারতীয় পাসপোর্ট্ সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

একই অভিযানে (০৭ মার্চ্ ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ কাজী আব্দুল মান্নান, এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এএসআই(নিঃ)/ গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই(নিঃ)/ এসএম ফোরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ বিকাল ১৭.৩৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন পালবাড়ী পার হাউজ পাড়া সাকিনস্থ জনৈক মশিউর রহমানের বাড়ির সামনে পালবাড়ি টু চাঁচড়া গামী পাকা রাস্তার পশ্চিম পাশে হইতে আসামী (ভারতীয় নাগরিক)

১। অমর বিশ্বাস(৩৫), পিতা-দেবদাশ বিশ্বাস, সাং-বারমা কলোনী, ২। মিঠুন সরকার(৩৫), পিতা-সুশীল সরকার, সাং-মেহেরুন নগর, উভয় থানা-বনগাঁ, জেলা-উত্তর চব্বিস পরগোনা, ভারত দ্বয়কে কে ০৬ (ছয়) বোতল বিদেশী মদ এবং ০২টি ইন্ডিয়ান পাসপোর্ট উদ্ধার সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জে ১৬ টি কক”টেল ধ্বং”স করল বো”ম্ব ডিসপো”জাল ইউনিট

হুমায়ুন কবির, কালীগঞ্জ(ঝিনাইদহ)  : ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬ টি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে ঢাকা...

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদর বিএনপির লিফলেট বিতরণ ও গনসংযোগ 

রিপন বগুড়া জেলা প্রতিনিধি ঃ রবিবার সকালে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান...

দেশের বন্দর ও টার্মিনাল বিদেশীদের কাছে লিজ দেওয়ার প্রতি”বাদে বি’ক্ষোভ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দেশের বন্দর ও টার্মিনাল বিদেশীদের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে যশোরে বিক্ষোভ সমাবেশ...

হা”রিয়ে যাওয়া প্রায় ৪৫  টি মুঠো ফোন ফিরিয়ে দিল গ্রাহকদের উস্তি থানা

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে হারিয়ে...