Monday, September 15, 2025

রাজগঞ্জে  গনি মিয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরি আনুমানিক ১০ লক্ষ টাকার  মালামাল লুট

Date:

Share post:

এম.ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোরে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ খালিয়া গ্রামে গনি মিয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত এবং আনুমানিক ১০ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে। ৫ মার্চ মঙ্গলবার গভীর রাতে গনি মিয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত এবং ঘর থেকে এই ১০ লক্ষ টাকার মালামাল চোর চক্র চুরি করে নিয়ে যায়।

এই দুর্ধর্ষ চুরির ঘটনায় বাড়ির মালিক গনি মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, মঙ্গলবার বিকাল বেলায় আমি ভাত খাওয়ার পরে কেমন জানি ঘুম ঘুম আসছিল হঠাৎ আমি কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানিনা। পরের দিন বুধবার সকালে বাড়ির মালিক গনি মিয়ার ঘুম ভেঙ্গে যায়। তার ঘুম ভেঙে দেখতে পান তার ঘরের ভিতরে আলমারি, বাক্সে ড্রেসিংটেবিল তালা ভেঙ্গে ঘরের ঘরের ভিতরে লুকিয়ে রাখ গয়না, টাকা পয়সা মোটরসাইকেল নাম না জানা আরও কত কিছু চুরি করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ১০ লক্ষ্য টাকা তা দেখেই আমি হতবাক গনি মিয়া পরিবার।

সরেজমিনে এই চুরির ঘটনার বিষয় স্থানীয় ইউপি সদস্য কাসেম আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন বুধবার সকালে ঘুম থেকে উঠেই শুনতে পায় আমার ওয়ার্ডে গনি মিয়ার বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে। তাৎক্ষণিক আমি গনিমিয়া বাড়িতে গিয়ে তার পরিবারকে সান্তনা দিয়ে আর বলি এই ন্যাক্কারজনক ঘটনা আমার ওয়ার্ডে আর কোনদিন যাতে না ঘটতে পারে সবাকে সতর্ক থাকার জন্য সবাইকে অবহিত করি এই চুরি ঘটনায় আমরা গ্রামবাসী তদন্ত করছি যাতে চোর চক্রদের দ্রুত আটক করতে পারি।

এলাকাবসী ইন্দ্রজিত সরকার বলেন এমন ঘটনা আমাদের গ্রামে আগে কখনও ঘটেনি এটাই প্রথম এটা কেও শত্রুতার জন্য করতে পারে তবে আমরা গ্রামবাসী এর সঠিক বিচার চাই।

এই চুরির ঘটনায় রাজগঞ্জ তদন্ত্র কেন্দ্রে এ এস আই হাফিজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন। খালিয়ার গ্রামে গনিমিয়ার বাড়িতে দুধর্ষ চুরির ঘটনায় সংবাদ পেয়ে তার বাড়িতে আসি। বাড়ির মালিকের কাছে জানতে চাইলে তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে আমার ৩ টি ঘরের রুমের তালা ভেঙে ঘরের রুম থেকে সুজুকি জিক্সার Fiabs যার বাজার মূল্য ৪ লক্ষ টাকা মোবাইল ফোন ও স্বর্ণ টাকা অলংকারসহ অনেক মালামাল চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনা বিষয় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মনিরামপুর ভূমি অফিসে দু”র্নীতির স্বর্গরাজ্য – নৈশ প্রহরীও ‘স্যার’

মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুর ভূমি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে—এমন অভিযোগ উঠেছে এলাকাবাসীর মধ্যে। অফিসের নৈশ প্রহরী আসাদও সেখানে...

নড়াইলে তরুণ উদ্যোক্তা প্রযুক্তির আলো তুলে দিতে চান তরুণ প্রজন্মের কাছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ আমাকে সৃষ্টিকর্তা যে সামান্য জ্ঞান ও দক্ষতা দিয়েছেন,তা আমি সাথে নিয়ে যেতে পারব না। কিন্তু রেখে...

নড়াইলে উৎসব মুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি : নড়াইলে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় যুব ও...

‎মণিরামপুরে ইউপি সদস্য সহ তিন ভাইয়ের বি’রুদ্ধে গৃহবধূকে নি”র্যাত’নের অ”ভিযো’গ নী’রব প্র”শাসন!

নেপথ্যে মাদক ও ক্যাসিনোঃ ‎এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ যশোরের মণিরামপুরে দীর্ঘ ১০ বছর যাবত মধ্যযুগীয় কায়দায় টুম্পা বেগম (২৫) নামের এক...