Monday, September 15, 2025

৫ই মার্চ রাত ১১ টাই বাংলাদেশ আসছেন ডিএম শরিফুল ইসলাম

Date:

Share post:

তহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:

৫ই মার্চ মঙ্গলবার রাত ১১ টাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামছেন ডিএম শরিফুল ইসলাম।বিষয়টি নিশ্চিত করেছেন যুবনেতা অমিতাভ মল্লিক ও আক্তারুজ্জামান।অমিতাভ মল্লিক জানায় দীর্ঘ যাবত সাধারণ মানুষ নেতা কর্মীদের দ্বারা নির্যাতন মারপিট,চাঁদাবাজির স্বীকার হয়েছে যোগ্য নেতৃত্বের অভাবে এমনটা হয়েছে।

জনসাধারণের দাবী নতুন মুখের, ইতি মধ্যে মনিরামপুর উপজেলা ব্যাপী প্রবাসী ডিএম শরিফুল ইসলামের গন জোয়ার তৈরি হয়েছে।ডিএম শরিফুল ইসলাম একজন সৎ ও যোগ্য ভাইস চেয়ারম্যান প্রার্থী। যে কারনে মানুষ সৎ যোগ্য ভাইস চেয়ারম্যান প্রার্থী কে ভোট দিয়ে তাদের যোগ্য অভিভাবক নির্বাচিত করবে।আমরা ডিএম শরিফুল ইসলাম এর আগমনের অপেক্ষায় আছি, মণিরামপুর উপজেলা বাসী তার অপেক্ষায় আছে।ইতি মধ্যে ডিএম শরিফুল ইসলাম কে বিমানবন্দর থেকে রিসিভ করতে প্রায় পাঁচ শত মটর সাইকেল প্রস্তুত আছে।আমরা আশা করি মণিরামপুর বাসী এবার আরো একটি জয় ছিনিয়ে আনবে।
শরিফুল ইসলামের আগমনে শ্যামকুড় ইউনিয়ন বাসী জানায় আমরা সৎ যোগ্য নেতৃত্বে বিশ্বাসী ডিএম শরিফুল ইসলাম একজন সৎ যোগ্য ভাইস চেয়ারম্যান প্রার্থী।

আমরা মণিরামপুর বাসী তার আগমনের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।ইনশাআল্লাহ ডিএম শরিফুল ইসলাম বিপুল ভোটে বিজয় ছিনিয়ে এনে মণিরামপুর বাসী কে আগলে রাখবে।শরিফুল ইসলাম প্রবাসে থেকেও মণিরামপুর বাসির সুখে দুঃখে পাসে থেকেছেন,সহযোগিতা করেছেন।আমাদের বেশী চাহিদা না,অর্থ দিয়ে সহযোগিতা করার প্রয়োজন নাই,আমাদের প্রয়োজন একটু ভালো ব্যাবহার ও ভালোবাসা। ডিএম শরিফুল ইসলাম জানায় আমি নির্বাচনে আসছি শুধু মণিরামপুর বাসীর পাসে সন্তান হিসাবে থাকতে।দীর্ঘ যাবত মণিরামপুর উপজেলা ব্যাপী চাঁদাবাজি, চোলা তোলা,গরীবের চাউল চুরি,গরিবের অধিকার হরণ,সহ অসংখ্য অভিযোগ বড়ো বড়ো নেতাদের বিরুদ্ধে। আমি আজীবন দূর্ণীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি,আমি কোনো প্রকার দূর্ণীতিবাজদের সহ্য করতে পারিনা।গরীবের অধিকার গরীব কেই দিতে হবে।

আমি নির্বাচিত হলে মণিরামপুর কোনো দূর্নীতি হবে না,গরীব গরীবের অধিকার ফিরে পাবে।ইনশাআল্লাহ আমাকে নিয়ে কখনো কনো দূর্নীতির অভিযোগ পাবেন না।আমি আপনাদের সন্তান, ও ভাই হিসেবে পাসে থাকতে চাই।আমাকে নিয়ে যদি কখনো কনো অভিযোগ পেয়ে থাকেন আর কখনো আপনাদের দোয়ারে ভোট চাইতে যাবো না।আমি দীর্ঘ দিনের অভিশাপ থেকে মণিরামপুর বাসী কে মুক্ত করতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মনিরামপুর ভূমি অফিসে দু”র্নীতির স্বর্গরাজ্য – নৈশ প্রহরীও ‘স্যার’

মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুর ভূমি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে—এমন অভিযোগ উঠেছে এলাকাবাসীর মধ্যে। অফিসের নৈশ প্রহরী আসাদও সেখানে...

নড়াইলে তরুণ উদ্যোক্তা প্রযুক্তির আলো তুলে দিতে চান তরুণ প্রজন্মের কাছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ আমাকে সৃষ্টিকর্তা যে সামান্য জ্ঞান ও দক্ষতা দিয়েছেন,তা আমি সাথে নিয়ে যেতে পারব না। কিন্তু রেখে...

নড়াইলে উৎসব মুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি : নড়াইলে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় যুব ও...

‎মণিরামপুরে ইউপি সদস্য সহ তিন ভাইয়ের বি’রুদ্ধে গৃহবধূকে নি”র্যাত’নের অ”ভিযো’গ নী’রব প্র”শাসন!

নেপথ্যে মাদক ও ক্যাসিনোঃ ‎এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ যশোরের মণিরামপুরে দীর্ঘ ১০ বছর যাবত মধ্যযুগীয় কায়দায় টুম্পা বেগম (২৫) নামের এক...