প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৪, ৮:৫৮ পি.এম
সরকারী খাল অবৈধ ভাবে দখল ও দুষনে পরিবেশ দুষিত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়ার ১ও ২নং ওয়ার্ডের মধ্যস্থ খালটি দখল আর দূষণে মৃতপ্রায়।
বাঘড়া ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের অন্তবর্তী পশ্চিমে খোকন মোড়লের বাড়ি,পূর্বে সিরাজুল মোড়লের বাড়ি, দক্ষিনে বাঘড়া পাঞ্জেরী কিন্ডারগার্টেন,উত্তরে মিনা বাড়ি এই চার থেকে পাচটি এলাকার লোকজনের খালটি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।কারন জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন,এই খাল দখল আর দূষণে নোংরা নর্দমায় আবর্জনায় ভরপুর।বাড়ির খামারের গরুর বিষ্ঠা,বাথরুমের হাউজ,বাড়ির প্লাস্টিক নানান আবর্জনা মিলে খালটি এখন দূষিত নালায় পরিণত হয়েছে। খালটির পাশেই ঘরে উঠেছে কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিয়ে পাঞ্জেরী কিন্ডারগার্টেন।নোংরা আবর্জনার দুর্গন্ধে কোমলমতি ছাত্রছাত্রীদের পাঠদানে ব্যাহত হচ্ছে অন্যদিকে দূষিত হচ্ছে পরিবেশ।
খালটি এখন দূষিত নালায় পরিণত হওয়ার কারনে পরিত্যক্ত পানি ও ময়লা আবর্জনা আটকে গিয়ে স্তুপে পরিণত হয়েছে।
স্থানীয়রা বলেন,খালটি যে যার মত ব্যবহার করে আসছে,বাসা বাড়ি শতাধিক পয়নিষ্কাশনের টাংকি খালের মধ্যে স্থাপন করায় খাল নাকি নালা বুঝা বড় দায়।
বাগড়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী প্রিয়াঙ্কা রাণী বলেন,আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।