Sunday, September 14, 2025

লক্ষাধিক তীর্থযাত্রী ও ভি আই পি দের ভিড়ের মধ্যে সমাপ্তি হতে চলেছে গঙ্গা সাগর মেলা

Date:

Share post:

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

আজ সকালে মকরক্রান্তি তে প্রায় চল্লিশ লক্ষ মানুষের ভীড়ের মধ্যে পবিত্র গঙ্গা স্হান সারলেন সনাতন ধর্মের অনুসারীরা। ভারতের বহু যায়গায় থেকে এসেছে লক্ষ লক্ষ তীর্থযাত্রী। ভারতের রাজস্থান ও জম্মু ও কাশ্মীর রাজ্যে থেকে শুরু করে দক্ষিণ ভারতের কেরালা ও মহারাষ্ট্র ও পূর্বে নাগাল্যান্ড , মনিপুর উত্তরে হরিয়ানা ও সিকিম ও উত্তর প্রদেশ মধ্যে মধ্যপ্রদেশ ও বিহার রাজ্যে সাথে অসম ও পশ্চিম বাংলা র বহু প্রান্ত থেকে লক্ষ লক্ষ গঙ্গা স্হানে আগত তীর্থযাত্রী গঙ্গা সাগর স্থান করেন। প্রথম থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং সমুদ্র পথে এবং সড়ক পথে যানবাহন পরিষেবা চালু করে পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে। পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা সাগর মেলা উপলক্ষে সকল তীর্থযাত্রীদের জন্য থাকার যায়গা সুলভ শৌচাগার ব্যাবস্থা করেন। নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারির জন্য সুন্দর বন জেলা পুলিশ এবং ডায়মন্ডহারবার জেলা পুলিশ এবং বারুইপুর জেলা পুলিশের কর্মকর্তারা সজাগ দৃষ্টি তে ছিলেন। সেই সঙ্গে নজরদারি করতে সাদা পোশাকের পুলিশের গোয়েন্দা সংস্থা হাজির ছিলেন। সাথে ভারতের নৌবাহিনীর সদস্যরা এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সদস্যরা গঙ্গা সাগর মেলায় হাজির ছিলেন। বিভিন্ন রাজ্যের সন্ন্যাসীদের আগমনে মুখরিত গোটা গঙ্গা সাগর মেলা । তাবে নাগা সন্ন্যাসীদের ভীড় চোখে পড়ার মতো। পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে গঙ্গা সাগর মেলায় উপস্তিত ছিলেন পশ্চিম বাংলা র মন্ত্রী অরূপ বিশ্বাস এবং শোভনদেব চট্টোপাধ্যায় ও বঙ্কিমচন্দ্র হাজরা এবং সুন্দর বন তৃনমূল দলের সভাপতি জয়দেব হালদার এবং সাবেক পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং পান্নালাল হালদার এবং বিধায়ক এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শওকত মোল্লা এবং যগোরন্জন হালদার এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্পিকার মুজিবুর রহমান মোল্লা এবং পশ্চিম বাংলা র এস টি এবং ওবেসি সেলের নেতা নুরুজ্জামান সেখ ওরফে মন্টু এবং দলের চব্বিশ পরগনা জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী ও এ এস পি মিতুন কুমার দে এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সব্যসাচী গায়েন। ভারতের বিভিন্ন রাজ্যে থেকে আগত গঙ্গা সাগর মেলায় যাত্রীদের শুভেচ্ছা জানান মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান হাজী মোবারক মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা এবং উস্তি থানার অফিসার ইনচার্জ শ্রী পিযুষ কান্তি মন্ডল গঙ্গা সাগর মেলা যাত্রীদের পথ নিরাপত্তা দিতে সকাল থেকে সারা সজাগ দৃষ্টি রেখেছিলেন। এবার গঙ্গা সাগর মেলা উপলক্ষে প্রায় চল্লিশ লাখ মানুষের ভীড় হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারী নৌ বন্দর ফলুয়ারচর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম আসরের শুভ উদ্বোধন

আব্দুল খালেক (রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি): কুড়িগ্রামের ব্রহ্মপুত্র দীতে ৪ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা...

রৌমারী চর শৌলমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আব্দুল খালেক রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম রৌমারী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চর শৌলমারী ইউনিয়ন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।৪...

খাগড়াছড়িতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় সন্তান মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর...

নড়াইলে মা”দক বি’রোধী সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :   নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার...