
মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গংগ্ৰাম খালির গড়াই নদীর তীরে অবস্থিত মালো পাড়ার ৪০ থেকে ৫০টি বাড়ি প্রায় শতভাগ নদীর গর্তে বিলীন হওয়ার আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা ।স্থানীয়রা জানান-নদীর কোল ঘেঁষে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কারণে পাকা কাঁচা ঘরবাড়ি সহ অন্তত ৪০ থেকে ৫০ টি বাড়ি ঘর সহ পুরো এলাকা জুড়ে নদীর গর্তে বিলিন হওয়ার উপক্রমে বড় আকারে ফাটল দেখা দিয়েছে ,এটি বর্ষা মৌসুম আসার আগেই এলাকাটি নদীর গর্তে বিলীন হওয়ার আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা-এমতাবস্থায় তারা কর্তৃপক্ষের প্রতি অতি জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন রোধে জোর দাবি জানিয়েছেন ।এ বিষয়ে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সরোয়ার জাহান সুজন সরজমিন পরিদর্শন করে সাংবাদিকদের জানান -পরবর্তীতে কেহ বালু উত্তোলন করলে স্থানীয় প্রশাসনকে অবগতি করা,এছাড়াও তিনি নদী ভাঙ্গন রোধে সচেতনমূলক বক্তব্য রাখেন ।




