Friday, November 7, 2025

আলিপুর জেলা আদালতে অবাধে ঘুরে বেড়ায় নেড়ি কুত্তা নিরাপত্তায় ভুগছেন কর্মীরা

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

পশ্চিম বাংলা র বহু গুরুত্বপূর্ণ আদালত, কলকাতার আলিপুর জেলা আদালত। এই আদালতে ভারতের এবং পশ্চিম বাংলা র সহ দক্ষিণ চব্বিশ পরগনার বহু গুরুত্বপূর্ণ মামলা লড়াই করতে আসেন প্রতিদিন কয়েক হাজার মানুষ। সেই সঙ্গে এই আদালতে মামলা চলছে সি বি আই এবং ইডির গুরুত্বপূর্ণ মামলা। সেই মামলার আসামি পশ্চিম বাংলা র কিছু ভি আই পি ও সাবেক মন্ত্রী এবং আমলা জড়িয়ে আছে। এই আদালতে কয়েক লক্ষ মামলা দায়ের করা আছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মামলা করতে আসেন। এই আদালতে সি বি আই ও ইডির গুরুত্বপূর্ণ মামলা চলছে। সেই সঙ্গে পশ্চিম বাংলা র সাবেক মন্ত্রী এবং তৃনমূল দলের মুখপত্র পাথ চট্টোপাধ্যায় ও কিছু বিধায়ক রয়েছে এই আদালতে সি বি আই এর মামলা। সেই সঙ্গে যুক্ত রয়েছে ভারতের বহু গুরুত্বপূর্ণ মামলা। তার মধ্যে আই এন এ এবং ইডির গুরুত্বপূর্ণ মামলা। এছাড়াও পশ্চিম বাংলা র বহু গুরুত্বপূর্ণ মামলা। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন মামলা দায়ের করতে এবং মামলার শুনানি শেষ করতে। কিন্তু সেই আদালতে দায়রা জেলা আদালতে দেখা যাচ্ছে অবাধে ঘুরে বেড়ায় নেড়ি কুত্তা। এদিন আলিপুর জেলা আদালতে দায়রা জেলা বিচারপতিদের ঘরের সামনে ঘুরে বেড়ায় নেড়ি কুত্তা। এবং আলিপুর সাত নাম্বার ঘর এবং আট নাম্বার ঘরের সামনে অবাধে ঘুরে বেড়ায় নেড়ি কুত্তা। ঠিক সামনে বেঞ্চ এ বসে আছেন কয়েক শত আদালতে আসা মানুষ। যারা মামলা দায়ের অথবা মামলার আসামি নতুবা কোন মামলার সাক্ষী হিসেবে এসেছেন। কিন্তু এই আদালতে বহু গুরুত্বপূর্ণ মামলা বিচার চলেছে। আলিপুর জেলা দায়রা আদালতে আট নম্বর ঘরের বিচারপতি মীর রসিদ আলী এবং ঠিক তার বিপরীত ঘরে রয়েছে বিচারপতি অয়ন মজুমদার সহ অন্যান্য ঘরেরগুরুত্বপূর্ণ বিচারপতিরা। সাথে সাথে আসেন বিভিন্ন জেলা ও থানার পুলিশ অফিসাররা এবং মামলার কাজে যুক্ত আদালতের কর্মীরা। কিন্তু এই নেড়ি কুত্তা যে ভাবে অবাধে ঘুরে বেড়ায় তাতে যেকোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই সঙ্গে এই নেড়ি কুত্তা র আক্রমণের শিকার হতে পারে আদালতে আসা মানুষজন। এবং আদালতে র কর্মীরা। যদি এই ব্যাপারে আদালত কর্তৃক সজাগ না হন তাহলে যে কোন সময় অঘটন ঘটতে পারে। এবারে আদালতে র আইনজীবীরা একমাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরিকুল ইসলাম ছিলেন আজীবন সংগ্রামী কিংবদন্তিতুল্য নেতা- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী...

চির”নিদ্রায় শা’য়িত হলেন শ্রীপুরের হারেজ আলী মোল্লা জানা’যায় মানুষের ঢল 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের সন্তান , আইন ও বিচার বিভাগের সচিব মোঃ লিয়াকত আলী...

কঠোর নিরাপত্তার মধ্য চলেছে বিহারের প্রথম দফায় ভোট

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকাল থেকে শুরু হয়েছে ভারতের বিহার রাজ্যের প্রথম দফায় ভোট পর্ব। এদিন...

মণিরামপুরে অবৈ’ধযানে কে’ড়ে নি’লো ২টি তা’জা প্রা”ন এলাকায় শো”কের ছা”য়া

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকার রনজিত দাস যিনি পেশায় একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রী...