Friday, August 15, 2025

রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহুরুল পারভেজের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আবারও মানববন্ধন

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন বাসীর আয়োজনে রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহুরুল পারভেজ এর অপসারণ ও বিদ্যালয়ের মূল গেট দখলমুক্ত করার দাবিতে রবিবার (০৫ নভেম্বর) মানববন্ধন কর্মসূচী পালন করেছেন এলাকবাসী। এসময় নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসাদ পারভেজ, বাবু, যুবলীগ নেতা জাহিদ হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি জি.এম সবুজ হাসান, রূপদিয়া বাজার বণিক সমিতির সদস্য মনিরুল সহ স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহন করেন। যশোর সদরের রূপদিয়া ওয়েলফেয়ার একামেডি, ১৯৫২ সালে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ৭০ বছরের অধিক সময় ধরে প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু বিগত কিছুদিন ধরে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ উঠলেও, জেলা শিক্ষা কর্তৃপক্ষ নিরব থাকায় অভিযুক্তরা প্রতিনিয়ত নিত্যনতুন দুর্নীতিতে লিপ্ত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এলাকাবাসী বলেন, একজন প্রধান শিক্ষক যদি হয় দুর্নীতিগ্রস্ত, তার মানসিকতা যদি হয়, নীতি বিবর্জিত, তাহলে ওই প্রতিষ্ঠান থেকে কখনোই ভালো কিছুর আশা করা যায় না। সম্প্রতি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক বন্ধ করে প্রধান শিক্ষক জহুরুল পারভেজ সেখানে একটি দোকান ঘর তৈরি করে ভাড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এই ঘটনায় রূপদিয়া জুড়ে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরজমিনে যেয়ে দেখা যায় রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর নাম সম্বলিত গেটটি ইটের দেয়াল দিয়ে বন্ধ করে বালি ভরাট করে পাশের দোকানের সাথে মিল রেখে একটি কক্ষ তৈরি করা হচ্ছে। এলাকার একাধিক ব্যক্তি জানান, স্কুলের প্রধান শিক্ষক জহুরুল পারভেজ নিজের খেয়াল খুশি মতন স্কুলের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত ডেটটি বন্ধ করে একটি দোকান ঘর তৈরি করছে এক প্রকার জোর করে। শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত মূল গেট টি বন্ধ করার কারণ সম্পর্কে এলাকা ও মার্কেটের লোক জানান, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর প্রধান শিক্ষক জহুরুল পারভেজ, পূর্বে এক ব্যক্তির নিকট থেকে টাকা নিয়েছিলেন স্কুলের চাকরি দেওয়ার কথা বলে। তিনি তাকে সেই চাকরি দিতে না পেরে, ওই ব্যক্তির টাকাকে জামানত হিসেবে নিয়ে স্কুলের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত মূল গেটটি বন্ধ করে একটি দোকান ঘর তৈরি করে ওই ব্যক্তিকে ভাড়া দেয়ার চক্রান্ত করছে। আর অন্যদিকে প্রধান শিক্ষক জহুরুল পারভেজ বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি সংলগ্ন স্কুলের জমির সীমানা দিয়ে একটি গেট নির্মাণ করেছে। স্কুল প্রবেশের এই রাস্তার সাথেই গড়ে উঠছে বহুল কাঙ্ক্ষিত নরেন্দ্রপুর জংশন, চলছে নতুন রেল লাইনের কাজ ধুলাবালির পাহাড় । যা খুবই ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর কোমলমতি শিক্ষার্থীদের জন্য। স্কুলে প্রবেশের আরো একটি গেট আছে অন্যের জমিতে যশোর খুলনা মহাসড়ক সংলগ্ন যে সড়কে বিগত কয়েক মাসে একাধিক দুর্ঘটনায় একাধিক হতায়াতের ঘটনা ঘটেছে ঐ যশোর খুলনা মহাসড়ক সংলগ্ন গেটটিও শিক্ষার্থীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। রূপদিয়া ওয়েলফার একাডেমির সেই ১৯৫২ সালে প্রতিষ্ঠাকালীন স্মৃতির সাথে জড়িত গেটটি বন্ধ করে দোকান ঘর তৈরি করার কারণ সম্পর্কে জানতে প্রধান শিক্ষক জহুর পারবেজের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি প্রতিনিধির সাথে কথা বলতে অস্বীকৃতি জানান। তার ব্যবহৃত ০১৭১৮-৭৬৬৩১১ নাম্বারে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নাই। স্কুলের বর্তমান অভিভাবক সদস্য ছাত্রছাত্রী রূপদিয়ার সুধীজন মহল সামাজিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণী পেশার মানুষের দাবি স্কুলের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত প্রতিষ্ঠাকালীন মূল গেটটি পুনঃনির্মাণ পূর্বক আধুনিকভাবে তৈরি করে, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের রাস্তা করতে কর্তৃপক্ষের নিকট আশু- হস্তক্ষেপ কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদায় বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের কুয়াদায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে...

শ্রীপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা ২০২৫ অনুষ্ঠিত

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার ৫নং দারিয়াপুর ও ৭নং সাব্দালপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা...

শার্শায় বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম...

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে রাজগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইউনুচ গাজী, রাজগঞ্জ : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে রাজগঞ্জ ব্ল্যাকপাড়া...