Monday, September 8, 2025

জনসমুদ্রে প্রধানমন্ত্রীকে উপকূলীয় পাইকগাছাবাসীর ধন্যবাদ জ্ঞাপন

Date:

Share post:

উজ্জ্বল কুমার দাস,খুলনা(পাইকগাছা)প্রতিনিধি:

ধন্যবাদ প্রধানমন্ত্রী, আপনি পদ্মা সেতুর মত অনেক অসম্ভবকে সম্ভবে রূপান্তরিত করেছেন। আমাদের মত হতদরিদ্রদের দেখিয়েছেন বাঁচার স্বপ্ন, আপনার আর্থিক সহায়তা, মাথা গোজার আশ্রয় আমাদের নতুন জীবন দিয়েছে। আপনি আমাদের স্বপ্ন সারথী, আত্মার আত্মীয়। এ বন্ধন টুটবেনা কোনদিন। সরকারের কর্মকাণ্ডে খুশি খুলনার পাইকগাছায় হাজার হাজার জনতা এভাবেই ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে স্মরণকালের ইতিহাস সৃষ্টি করে হাজার হাজার উপকারভোগীরা পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গণে একত্রিত হয়েছিলেন। তারা সম্মিলিতভাবে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর সাথে থাকার অঙ্গীকার করেন।

বুধবার(১লা নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে পাইকগাছায় বর্তমান সরকারের গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ উপকারভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। আর এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আবাল বৃদ্ধ বনিতার পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো উপজেলা পরিষদ মাঠ। প্রসাশনের কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে ২০ হাজারের অধিক মানুষের উপস্থিতি মিলন মেলায় পরিণত হয়।

এসময় সরকারে বিভিন্ন উন্নয়ন ও সাফল্য তুলে ধরে এমপি বাবু বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়রা-পাইকগাছা সহ সারাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা না জানালে কয়রা-পাইকগাছা তথা দেশবাসী আমরা অকৃতজ্ঞ হয়ে যাবো। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।এসব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। আওয়ামীলীগ সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে অন্য কোন সরকারের আমলে তা হয়নি। খেটে খাওয়া মানুষ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। আর এই সরকারের আমলে একটি শিশুর গর্ভাবস্থা থেকে শুরু করে একজন প্রবীণ মানুষ পর্যন্ত বিভিন্ন স্তরের মানুষ সরকারী প্রকল্পের মাধ্যমে অনুদান পাচ্ছেন। তিনি আরো বলেন,আজকের এই অনুষ্ঠানে সাধারণ মানুষের জন শ্রোত প্রমাণ করে দিল দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালবাসে এবং তাকেই আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আমি উপস্থিত সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।এসময় তিনি পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে উন্নয়ন বান্ধব সরকার শেখ হাসিনা সরকারের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান এবং উপস্হিত সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু ও সহকারি অধ্যাপক মায়নুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড এ্যাপস সুশান্ত কুমার (পিপিএম), সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।আরো বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ্বাস,আব্দুল মান্নান গাজী,কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুস ছালাম কেরু, প্রধান শিক্ষক শামীম আহম্মেদ, উপকারভোগী আব্দুস ছাত্তার ও রহিমা আক্তার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন

মণিরামপুর প্রতিনিধিঃ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদ ই...

টাকার অভাবে অ”পারেশন করাতে পারছেন না কুয়াদার অসিম রায় বাবার আ”কুতি সা”হায্য করুন

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা ভোজগাতী ইউনিয়নের জামজামি গ্রামের সুনীল রায়ের একমাত্র ছেলে অসিম রায়...

মণিরামপুরে কৃতি শিক্ষার্থীদের আলোছায়া’র সংবর্ধনা প্রদান

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ এসএসসি/দাখিল ও সমমানের পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে আলোকিত ভবিষ্যৎ গড়তে সহায়ক বিভিন্ন দিকনির্দেশনা মূলক...

শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কার্ড বিতরণ উদ্বোধন

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ভিডব্লিউবি (ভার্নারাবুল উইমেন বেনিফিশিয়ারি) কর্মসূচি ২০২৫-২০২৬ জন্য উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ...